এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 03 সেপ্টেম্বর 2015 17:51

লাল শাড়ির অপ্সরী-১৪ (চৌদ্দতম) নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কোথায় আছো কেমন আছো ওগো আমার প্রিয়ে 
এই দেখোনা সারাক্ষণই ভাবছি তোমায় নিয়ে
লেখছি কতো লেখা
গান-কবিতা সব লেখেছি পেতে তোমার দেখা
পাইনি তবু হায়!
কোথায় তুমি কোথায় তুমি হৃদয় কেঁদে যায়। 

কোথায় তুমি আবার এসে একটু দেখা দাও
আমার বুকে চেপে রাখা ভালোবাসা নাও
ভুল ভেবোনা; সত্য এ প্রেম পরখ করে দেখো 
সত্য হলে আমায় তুমি মনের মাঝে রেখো
চাইনা বেশি, একটুখানি ভালোবাসলে হবে 
দেখবে এ মন সারাক্ষণই তোমার কাছে রবে। 

এহেন গভীর রাতে
দুচোখ বুঁজে দেখি তুমি আছো আমার সাথে
কল্পনাতে ডাকি
ঝাকড়া চুলে পাগল বেশে উদাস হয়ে থাকি
একলা পথে বসে থাকি তোমায় পাওয়ার তরে
আরেকটিবার আসো তুমি লাল শাড়িটা পরে।            
            
1158 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 23 আগষ্ট 2020 09:34
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

3 মন্তব্য