এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 13 সেপ্টেম্বর 2015 08:30

হিতোপদেশ

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                লক্ষ্য যদি না ঠিক থাকে,
কেমন করে ছুইবে তাকে?
 কেমন করে আঁকবে বুকে
        বিজয় পথের নকশা বল? 
কাল কি হবে?জজ বা নেতা, 
আজকে থেকে ঠিক রাখো তা। 
স্বপ্নে মুড়ে চোখের পাতা 
    সে রাস্তাতেই নিত্য চল।
 বইঠা ছাড়া নাও কি কভূ 
পৌছতে পারে তীরের তাবু? 
স্রোতের তোপে ক্রমেই কাবু
      হারায় অতল জলের তলে। 
আকাশ ছিড়ে,পাতাল খুড়ে
 সাগর কাটি, প্রাসাদ গড়ে,
 বিজয় লয়ে বীররা ফেরে
       কেবল অটল লক্ষ্য বলে। 
ক্ষণিক হাসি হাতছানিতে
 ডুব দিওনা অবোধ সাথে,
 এক-ই মোকা ভাঙবে হাতে? 
      রইবে সেথায় বাঁচার মানে? 
খরগোশ ও কচ্ছপে সে
 গল্পটা তো জানাই পাশে,
 হারটা কেন বরবে শেষে?
      দৃষ্টি নিযুত তোমার পানে। 
জীবন পথে শুধুই বাঁধা,
 উঠতে বসতে অযুত ধাঁধাঁ। 
কাটিয়ে সবি চলতে সদা
     বিশ্বাস রাখো পাহাড়-দৃঢ়। 
সফল যারা সমাজ বুকে,
 শিখতে পারো তাঁদের দেখে। 
তাঁদের মাপা ছন্দ-ছকে
     চিনবে সত্য, মিথ্যা-গাঢ়।            
            
856 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

4 মন্তব্য