এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 21 সেপ্টেম্বর 2015 06:37

সন্ধ্যা বেলা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                সেদিন হঠাৎ সন্ধ্যা বেলা
আকাশ ভরা তারার মেলা
দিঘীর পাশে কদম্ব তলে
ডাকলে আমায় লজ্জ্বা ভুলে।
তোমার রূপের বাহার দেখে
জ্যোৎস্না দেখি লাজে ভাগে।
অামি আর কিবা করি
তোমার প্রেমের সুধা মেখে
প্রেম নদীতে ডুবে মরি।
তোমার প্রেমের নিখুঁত ফাঁদে
সেধে তুমি নিলে বেঁধে।
একলা পথের পথিক সেজে
পেলে তুমি আমায় খুঁজে।            
            
736 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

5 মন্তব্য