এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 23 সেপ্টেম্বর 2015 08:05

শীতের গন্ধ বাতাসে ভাসে

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                শীতের গন্ধ বাতাসে ভাসে
মো :নাহিদুর রহমান (নাহিদ)
ও মেঘ কেন তোর বাহারি এ ছল
কার সে বেদনে আঁখি টলমল।
আর কতো ঝরাবি অঝরে বৃষ্টি,
এবার ফেরায়ে নে তোর ধ্বংসাত্মক দৃষ্টি
গ্রামের পর গ্রাম ভাসালি
চোখের জলের কত কি নিলি
তবু কেন হয় না ভাসিয়ে সুখ
কাঁদেনা মন তোর দেখিয়া দুঃখ।
ভাব দেখিয়ে লাভ নিই আর
পালাবার সময় হয়েছে এবার
হীম হীম হাওয়া আসছে ধেয়ে,
শেষ রাতে লাগে কাঁথা গায়ে।
সোনালি সকাল শিশির বিন্দু ঘাসে,
শীতের গন্ধ আজ বাতাসে ভাসে।
১৭/০৯/২০১৫ ইং
বৃহস্পতিবার            
            
813 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

3 মন্তব্য