এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 02 নভেম্বর 2015 13:13

সেদিনও কি বলিবে।

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                হে মানব,
কি মনে করিয়াছ নিজেকে!!
বিশাল বৃহৎ ভাবিতেছ?
নিজেরও অন্যের দেহ দেখে!!
সামান্য তুচ্ছ তুমি,
ক্ষুদ্র পিপীলিকার চোবলও তোমার সহ্য নহে।
ঊর্ধগগন হতে যদি একিবার দেখ,
বুঝিবে কে তুমি!!!!
যদি থাকে স্রষ্টার প্রতি শ্রেষ্ট ভক্তি।
মহাশূন্যে যে গ্রহে হইতেছ লালন,
যে ভুমিতে ফেলিয়াছ বৃক্ষগর্জন...
বানিয়েছ ভবন বহুত্বকে-
সেসব ছাড়িয়া দিক-বেদিক ছুটে যাও,
খুলা আকাশের নিছু শুন্যবীলে...
সামান্য ভুগর্ভস্হল কম্পনে।
এতে যদি এত ভয়!!!!
যেদিন ধ্বংসিত হবে সেই চুম্বক,
যে চুম্বকার্ষণে উপনিত সদায়...
উদ্ভীদ বৃক্ষরাজি পর্বতসারি।
যেদিন মহাকাশ হবে রক্তপিন্ডে,,
সেদিনও কি বলিবে?
তুমিই বিশাল,তুমিই বৃহৎ,
তুমিই শিক্ষক,তুমিই রাজা,তুমিই বড়....
তোমারি ক্ষমতা অসীম!!!!            
            
624 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

4 মন্তব্য