এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 15 নভেম্বর 2015 12:37

শখ জাগে।

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ইচ্ছে করছে,
ভীষণ ইচ্ছে করছে।
একটু দেতে আমার গ্রামটাকে।
ইচ্ছে জাগে তারই বুকে কদম রাখতে।
ভীষণ শখ জাগে মনে,
খোলা বিলে মেঠোপথে হাঁটতে।
একটু ঘুরতে ইচ্ছে করছে,
খালের পাড় বেয়ে ধীরে ধীরে পথ চলতে।
সালাম দিতে ইচ্ছে করছে,
কথা বলতে ইচ্ছে করছে..
চেনা অচেনা সকলের সাথে।
নয়ন চায় উপভোগ করতে,
ধানের মাঝে ঢেউ খেলানো দৃশ্য-
কৃষকের কর্মব্যস্ততার মূহুর্ত।
হে মহান সৃজনকারী,
তোমারই সৃষ্টির অথৈ রূপ-
বুঝি আমার গ্রাম দেখলে।
কেমনে ভুলিবো তাঁদের,
যারা গড়েছে এ গ্রাম..
গড়তে ক্ষয়েছিল রক্ত ক্ষয়।
এ গ্রামের সকলকে দাও,
সত্যও ন্যায়ের বল-
সাঁজাতে এক সুন্দর সমাজ।
এমন জ্ঞান দাও সকলকে,
হাঁটতে বসতে নেয় যেনো একে অপরের খবর।            
            
747 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 15 নভেম্বর 2015 21:19
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

3 মন্তব্য