এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 27 নভেম্বর 2015 20:28

সুখ সুখ বিবৃতি

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                একদা সুখগুলো চলচ্চিত্র হতো 
জীবনবোধের উপখ্যানে।
সুখগুলো পরিধেয় টিশার্টের
খাঁজে মুদ্রিত থাকতো
জীবনে থেকে জীবনে।

দেহান্তরের সান্নিধ্য পেলে আস্তাকুঁড়ে
যেতো লজ্জাবনত অন্ধকার, 
নৈপুন্যতায় গেঁথে থাকতো
জোসনামাখা রাত,
আর শরতমুখি হওয়া দিনসমূহ।

বিবিধ গল্পের ফাঁকে সুখগুলো
হারিয়ে গেলে লিপিস্টিকের রঙ 
বিবৃতি দেয় পাল্টে যাবার।

লেখাঃ ৫/১১/১৫ইং
ঐক্যপাড়া, গোবিন্দগঞ্জ            
            
631 বার পড়া হয়েছে
শেয়ার করুন
দ্বীপ সরকার

দ্বীপ সরকার এর সর্বশেষ লেখা

3 মন্তব্য