এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 08 ফেব্রুয়ারী 2015 21:20

জাগো জাগো হে বীর নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                

জাগো জাগো হে বীর

চার দিকে ছড়িয়ে পড়েছে কালো মেঘ,
উদাস করে দাও ঈমানি আবেক,
ধুঁয়ে মুঁছে হয়ে যাক পরিষ্কার,
সকল মানুষের অন্তর।

নিন্দা আর অপবাদে,
ভরে গেছো তোমরা তাতে,
এক দিন ছিলে যে তুমি,
সৈনিক এ বিশ্বের।

এসে ছিলে তুমি সেই হেরা গুহায়,
ডুবেছিলো অন্ধকার খোদার মহিমায়,
সুবাস বয়ে এসেছিলো যে আলোর।

দিকে দিকে ছিলো বিজয় ধ্বনি,
ছিলো না কোনো হানাহানি,
লক্ষ কন্ঠে সেই ধ্বনি,
বলো আল্লাহু আকবর।

আল্লাহ'র কুরআন বুকে ধরে,
রাসুলের (দরুদ) সুন্নাত অনুস্মরণ করে.
পথের বাঁকে ধন্য হবো,
জীবন যদি হয় কুরবান মোদের।

সুত্র:-[2011 সালের আমার ডায়েরী থেকে সংকলন করেছি। ইসলামী সংগীতটি লিখেছিলাম 12/02/2011 ইং-তারিখ।]

1260 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 09 ফেব্রুয়ারী 2015 00:05
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

6 মন্তব্য