এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 28 ডিসেম্বর 2015 07:54

নিদেন মনে

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                তোর ঐ নিদেন মনের খিড়কী খুলে
আমাকে একটু ছুুইয়ে দিস,
তোর ঐ আঁচল পেতে ক্লান্ত দেহে
তোর পরাণে বসতে দিস।
তোর ঐ বেলন ডাটা হাতের নাড়ায়
কাকান বাজার শব্দ দিস,
উদাস দুপুর -পুকুর জলে
জল খেলাতে সঙ্গে নিস।
তোর ঐ চিরল দাঁতের হাসি রেখায়
 অামাকে তুই ফাঁসি দিস।
তোর ঐ কাজল কলো আচিলটিকেম
 পাচিল ভেঙ্গে আমার হাতে সপে দিস।            
            
784 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

3 মন্তব্য