এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 01 জানুয়ারী 2016 07:32

বুনো ফুল হবো

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                বুনো ফুল হবো
মো : নাহিদ রহামান
---------------------------
সময়ের তরী বাইতে বাইতে
একটা বছর চলে গেল,
নির্লজ্জে চোখ বোলাম
জীবনের রঙিন পাতায়।
চূড়ান্ত হিসাব শেষে দেখি উদ্বৃতে
দায়ের পরিমাণ যেন একটু বেশি।
ডেবিট ক্রেডিট বিশ্লেষণে
আনন্দের স্বাদ পেলাম না,
তবে আমার কাছে নক্ষত্র
ভরা অানন্দ ছিল আবার
সাগর ভরা কৃপণতা ছিল
তাই হয়তো বিলাতে পারেনি আনন্দ।
যদি পারতাম আনন্দ বিলাতে
তবে আঁস্তাকুড়ের মাঝে মুখ
গুঁজে থাকা শিশুটি থার্টি ফাস্ট নাইটের
 শুভেচ্ছা জানাতো অগ্রিম,
যদি আনন্দ দিতে পারতাম
শুনতে হতো না অসহায়
মানুষের বুভূক্ষ অার্তনাদ, ভাত চাই।
প্রতিদিন শুনতে হতো না ভিখারি ক্রন্দন
বুঝলে নতুন বছর,
আমি আর মানুষ রবো না
এবার আমি নব দীপিকায়
আনন্দ স্নান সেরে উঠব,
বুনো ফুল হয়ে রাস্তার পাশে ফুটে ফুটে
আনন্দ বিকাব দুঃখের বিনিময়,
সেখানে কোনো কৃপণতা রবে না।
৩১/১২/২০১৫ ইং
বৃহস্পতিবার,
সন্ধ্যা , ৮.১৫ মি:            
            
669 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

2 মন্তব্য