এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 11 জানুয়ারী 2016 22:16

নিখুঁত ফাঁকি

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                নিখুঁত ফাঁকি
মো: নাহিদ রহমান
---------------------------
না বুঝে পড়েছি তোর ঐ
নূর নজরে প্রেমের ও মায়ায়,
ভুলেছি আমারে তোর ঐ
অশুভ ছলনার ছায়ায়,
কি করে আর ভাল কথা শুনি
জেনে শুনে কষ্টের বীজ বুনি।
কষ্টের অনলে পুড়ে নিজে হয়েছি ছাই,
সুখ দিয়ে তোকে দুঃখ কিনেছি তাই।
স্বপ্ন উড়েছে ঐ চৈত্র ভরা মাঠে,
ঘুম আসে তাই বিনিদ্র রজনী কাটে।
আজ হৃদয় গগণে হতাশার মেঘ দেখি,
কেমনে দিলি ও সই এমনো ও নিখুঁত ফাঁকি?
১১/০১/২০১৬ ইং
সোমাবার,সকাল, ১০:০০            
            
721 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

2 মন্তব্য