এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 24 জানুয়ারী 2016 00:46

প্রিয়ছুটি

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                .
প্রিয়ছুটি 
এমদাদ শুভ্র
.
চুপচাপ তাকিয়ে আছে কবিতা, মৃত্যুশয্যায় কবি
কী ভাবছেন কবিতার ক্ষত, নাকি জীবনের লেনদেন সব?
কিছু শব্দের জন্য আর বাক্যের জন্য ক্ষুধার্ত লোভী
হয়ে ছুটতেন গ্রাম গ্রাম আর- বেলাশেষে কী তার অনুভব? 
.
আত্মীয় স্বজনের মত কবিতার শব্দও নির্বিকার
একেকজন আসে আর উঁকি দিয়ে চলে যায়, চলে যায়
প্রচ্ছদ আড়ালে লুকিয়ে থাকা কবিতার মত আর
কী কী পাওনা আছে, নিভৃতে নীরবে কী বলে যায়? 
.
নাম যশ আর খ্যাতিরই জন্য, নাকি ভালোবাসার টানে
আত্মীয় করে নেয়া শব্দ তার কাছে বেশি প্রিয়?
কবিতার হাত ধরে পায়ে পায়ে এই হাঁটা- কে জানে
কণ্ঠে কণ্ঠে কবিতা কার কাছে আজ অতুলনীয়!
.
বিশ্বস্ত কবিতার মত কাছে এসে, ভালোবেসে 
বেলা শেষের এই সন্ধিক্ষণে যদি কথা হয় দু’টি
পরিতৃপ্তির পরশে কবি সুনির্মল মৃদু হেসে  
সাদরে গ্রহণ করবেন তার চিরকালীণ প্রিয়ছুটি
.
অফিস, 23/01/2016 11:51:50 PM.
...            
            
831 বার পড়া হয়েছে
শেয়ার করুন
এমদাদ শুভ্র

কবিতা হোক সুন্দর!

এমদাদ শুভ্র এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

2 মন্তব্য