এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 21 ফেব্রুয়ারী 2015 08:40

আজি এ একুশে

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কুয়াশা স্নাত ভোরে শিশির ভেজা 
ঘাস মাড়িয়ে নগ্নপায়ে দেখ হে বিশ্ব মানব,
শহীদ মিনারে গর্বিত বাঙালি যায়।

বর্ণের ঝংকারে সুরেরে ও মূর্চনায়
বাঙালি মন আজ একুশের গান শুঁধু গায়।
শিমুল পলাশ কৃষ্ণচূড়ার শাখে পাতায়
মাদল বাঁজে দোয়েল কোকিল আর ডাহুকেরা
অপলক চোখে যেনো চায়।

লজ্জা দিবস যেনো আজ পাকিস্তানি কুত্তাগুলো
ইঁদুরের মতো গর্তের ভিতর রয়।
অহংকার আর গর্ব ভরা ইতিহাস বাঙালির,
ফাগুণের বাতাসে সকালের শিশিরে
মহাবিশ্বের কানে কানে কয়।
1037 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 21 ফেব্রুয়ারী 2015 17:40
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

5 মন্তব্য