এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 23 ফেব্রুয়ারী 2016 22:14

মানুষের মতো মানুষ হও নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                মানুষের মতো মানুষ হও কবি হও পরে
মো :নাহিদ রহমান
------------------- 
রাত্রি জেগে রাত্রি দেখ,
কেন কান্না দুঃখীর দেখনা
রূপালী ঝিলিকে ডুবে,
ঝিলিক মাখতে পার দুঃখ কেন- না?
দেখ ঐ রাত্রি জেগে শত বাস্তুহারা
কুকুর কাঁদন কাঁদে,
কান্না দেখে কাঁধ বেকে,
সকলে চলে কেউ না সাধে।
ওদের ঐ দুঃখ বিনাশে
সুখ বিলাতে কী কর কবি?
তুমি শুঁধু বসে লেখ, আর আঁকো
নিদারুণ ছবি।
হাসি পায় কান্না পায় তোমাদের
কবি মন দেখে,
পথে পথে ঘুরে ঘুরে কত কথা
যাও তুমি লিখে।
রইল নিকুচি শত তোমাদের এই
স্বর্গভূমি,
বুকে হাত দিয়ে বলো কতোটা কিনেছ
দুঃখ তুমি?
জানি তুমি পারবে না
উত্তরে মিলবে শত লাজ
তোমারতো দেখি শুঁধু
কবিতায় দুঃখ ভরান কাজ,
বলি মানুষের মতো, মানুষ হও
কবি হও পরে,
বৃথা আর রাত জেগে লিখনা'কো
শুধু খাতা ভরে।
২৩/১২/২০১৫ ইং
বুধবার,সকাল,৮.০০            
            
1158 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

2 মন্তব্য