এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 01 মার্চ 2016 22:13

বৈধ পাপের বসত ভিটায়

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                বৈধ পাপে বসত ভিটায়
মো : নাহিদ রহমান
চলনা দুজনে আজ যৌবন নদীতে নামি
তুই অামি আর সেই আমাদের দুই উলঙ্গ শরীর,
কিনে আনি এক সুখ, স্বর্গের চেয়েতে দামি।
আজ যে আমার নাকে,গন্ধ ভাসে এক উলঙ্গ
পরীর।
ভেসে যাই লজ্জাহীন কোনোএক মিষ্টি
ভাবনায়
চল আজ চলে যাই,বৈধ পাপে বসত ভিঠায়,
দুজনে বসত করি, উলঙ্গ মনের কল্পনায়
দোঁহা মিলে চাঁদ দেখে,মুক্ত বনে সময় কাটাই।
বৃহস্পতিবার, রাত,১০:৪৮ মি:
২৮/০১/২০১৬ ইং            
            
667 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

2 মন্তব্য