এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 08 ফেব্রুয়ারী 2015 22:18

নীলের খোঁজে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                

নীলের খোঁজে

মো: নাহিদুর রহমান নাহিদ

কবিতায় নাকি নীল বডডো বেশি মানায়

তাই আজ চোখ রাখি

বাংলার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে।

নীল খুঁজি আকাশে বাতাসে

বইয়ের পাতায় কবিতার ভাজে

শিল্পির আলপনায় আর

ভাস্করের সুনিপুন কাঁরুকাজে।

কেন খুঁজি জানো?

নীলয় ঠাকুরের নামে কবিতা লিখব বলে।

কিন্তু দেখ? কি হতভাগা চোখ আমার

নীলের নাকি অকাল পড়েছে

নীলের বিবর্তে লাল দেখি বারে বার।

তাহলে কি আমি ভুল?

নাকি নীল বিলীন লাল গহ্বরে।

বাংলার মাটি ছ্যাঁতছেতে আজ

পঙ্কিল রক্তের ধারায় আঁকে

মহাকালের মহা কুদৃশ্য মানচিত্র।

দেয়ালে দেয়ালে, রাস্তার পিচে,কংক্রিটে

পাষণ্ড শিল্পির রক্তাক্ত শিল্পকর্ম দেখে

ভয় হয় আমার।

ভয়ার্ত চোখ রাখি উর্ধ্ব থেকে উর্ধ্বে

সুখে নীলাম্বরের খোঁজে।

ভেবেছিলাম নীলিমার রাজ্যে

হয়তো পাবো নীলের দেখা,

হতভাগা কপাল আটকা পড়ল

কৃষ্ণচূড়া আর শিমুলের মাঝে।

ফাঁকফোকরে যে টুকু দেখি

সেটাও নাকি বৈকালি লাল আভা।

হতচ্ছড়া কবির হতচ্ছড়া কপাল

আর নীল দেখা হলো না,

লেখা হলো না নীলয় ঠাকুরের নামে

কোনো নীল কবিতা।

1344 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

6 মন্তব্য