এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 27 এপ্রিল 2016 07:37

একটা কবিতা লিখ

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                একটা কবিতা লেখ
মো : নাহিদ রহমান
বলছি তুমি কবিতা লেখ আমার নামে
উড়িয়ে দাও বিশ্বলোকে কাব্য খামে।
শব্দ দেব দুঃখ খুড়ে কাব্য খাতায়
আমার কথা লিখো তুমি রঙিন পাতায়।
নাই নাই হাহাকার ঘোরে আমার ঘরে
ক্ষুধার জ্বালায় আমার সাথে মাছি মরে।
বাতাস জুড়ে কেবল ভাসে রুগ্ন কাশি
আকাশ মেলে কেবল শুনি দুঃখ বাঁশি।
অস্তিত্ব জুড়ে আমার কেবল দুঃখ ভরা
দুঃখের তাপে সুখের নদী যেন মরা।
দুচোখ মেলে কেবল আমি চৈত্র দেখি
ঘোর বিরোধী বসন্ত আমায় দেয় যে ফাঁকি।
তুমি কিন্তু আমার মাঝে প্রেম পাবেনা
বিরহ শকুন আমার মনে দেয় যে হানা।
গুণতে পারা হরেক রকম পাজর ভাসা
চোখের কোটর খুললে পাবে দুঃখের বাসা
ফুল পাবেনা উচ্ছিষ্ট পাবে আমার হাতে
ক্ষুধার্ত পেটে পেট ভরা ঐ অপেক্ষা সাথে।
সুখতারা ঐ অামার পানে রয়না চেয়ে,
একটা কবিতা লেখ না হয় আমায় নিয়ে।
১১/০৩/২০১৬ ইং
শুক্রবার সকাল,৭:০০            
            
982 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 27 এপ্রিল 2016 07:40
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

3 মন্তব্য