এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 28 এপ্রিল 2016 07:17

ক্যাকটাস

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ক্যাকটাস
মো : নাহিদ রহমান
একাই খেলেছি যেন, প্রেম প্রেম খেলা
উত্তপ্ত মরূভুমি ফুল একা, কাটায় যেমন বেলা।
বেদনার বালুকণা ছড়িয়ে রয়েছে চারপাশ,
শূন্য ভরা আহাকার শুঁধু আশপাশ,
তোমার বিহনে ওগো,
শুকনো হৃদয়ে ক্যাকটাস আমি,
অদূরে সবিতা সেজে উত্তপ্ত করেছো ভূমি,
টিকে থাকার তাগিদে আমার হয়েছে বাঁচা,
প্রেমের দাবি আমার প্রাণে এখনো কিন্তু কাঁচা।
তুমি এসো জীবনে আমার হয়ে তারা রাত্রি,
তোমাকে দেখেই কাটাব জীবন ওরে ও
সাবিত্রী।
যদি সুখ দিতে ভয় হয়, তবে এসো রৌদ্র সেজে
কেড়ে নেয়া প্রাণ,
শুদ্ধ প্রেমের বাসনা মনে,তোমাতে সারব স্নান।
ক্যাকটাস আমি তাই,শত দুঃখ-কষ্টে জীবন হয়েছে
আঁকা,
অসীম যন্ত্রণা দুঃখ সয়ে, আমার যে টিকে থাকা।
যে রূপে ইচ্ছে তাই তুমি এসো, নাই তাতে ক্ষতি,
আমার জীবন বয়ে যাবে ঠিক রেখে গতি।
১৯/০৩/২০১৬ ইং
শনিবার, সকাল,৮:০০            
            
1194 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

7 মন্তব্য