এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 21 ফেব্রুয়ারী 2015 23:52

দেশের মাটি

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                যার জন্যে কান্দে পরাণ 
যার কারনে হাঁসি,
তারে আমি হৃদয় দিয়ে
গভীর ভালোবাসি।

তারে আমি স্বপনে জড়াই
তার গুন্‌ গাই,
আমার গায়ে তারি গন্ধ
দিবা-নিশী পাই।

রক্তে মাখা তারই রস
শিরায় শিরায় রাগ,
অন্তর জুড়ে আছে আমার
রং, বে-রঙ্গের দাগ।

অন্ন দিয়ে ধন্য করে
মায়ায় কাছে টানে,
ভুবন রাঙ্গা হল তারই
উদার অসীম দানে।

আর, তারই গড়া আমি
আমার অঙ্গ পরিপাটি,
সে যে আমার পরম প্রিয়
বাংলাদেশের মাটি।
6341 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 22 ফেব্রুয়ারী 2015 00:41
শেয়ার করুন
আনামিয়া

সাহিত্যাকাশে নিভৃত স্বপ্নচারী মোঃ আনামিয়া সিলেট (সদর দক্ষিণ) দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ছায়া সুশীতল সুনামপুর গ্রামে ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব সিফত আলী, মাতা আলহাজ্ব জয়তুন্নেছা। চার ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। সুনামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক; মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় হতে মানবিক শাখায় এইচ, এস, সি এবং সিলেট সরকারী কলেজ বিশ্ববিদ্যালয় হতে বি, এ, পাস করেন। তাঁর প্রকাশিত উপন্যাস "মানিকের ভালোবাসা", "অচেনা প্রেম", "বিদেশী বউ" ও "বাদশার বাসর রাত" পঠক সমাজে বেশ সমাদৃত হয়েছে। ছড়া, কবিতা, গল্প, নাটকের অঙ্গনেও চষে বেড়ান। সামাজিক সংগঠনে সম্পৃক্ত থাকার কারণে "প্রতিভা সমাজ কল্যাণ সমিতি" "প্রতিভা সাহিত্য সংসদ" এর সক্রিয় কর্মী এবং "সুনাম পুর অগ্রপথিক সমাজ কল্যাণ সমিতি'র" প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে তিনি জীবিকার তাগিদে প্রবাসি।

আনামিয়া এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

5 মন্তব্য