এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 22 ফেব্রুয়ারী 2015 12:46

ভাষণঃ আজ একুশে ফেব্রুয়ারি

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                ঊনিশ শো,বায়ান্ন সাল,
পাকিস্তানি এক মনুর 
মোহাম্মদ আলি জিন্না বলে উঠলো
"ঊর্দু এবং ঊর্দুই হবে রাষ্ট্রের ভাষা " 
তখন সাড়ে সাত কোটি বাঙালির
শরীরে প্রতিবাদী রক্ত ধ্বণিত হয়ে উঠলো,
না, রাষ্ট্রের ভাষা বাংলা হবে,
এই অঞ্চলের মানুষের মুখে ভাষা বাংলা হবে,
কথা বলার ভাষা বাংলা হবে,
অফিস আদালতের ভাষা বাংলা হবে,
মায়ের শেখানো ভাষা বাংলা হবে,
বাংলার প্রতিটি বর্ণমালাকে এইবার
স্বাধীনতা দিয়েই ছাড়বো।

বাংলা জুরে প্রতিবাদ আর দ্রোহের
মিছিল গর্জে উঠলো
পাখ পাখালির গান ,সমুদ্রের গর্জন
আর মানুষের দাবীর সুর মিশিয়ে 
আনাচে কানাচে বেরিয়ে পড়লো
সালাম,জব্বার, বরকত,রফিকেরা।
অতঃপর অকপট ব্রাশ ফায়ারে
কয়েকটি তাজা প্রাণ ঢলে পড়লো
পিচঢালা রাস্তায়,
সাথে বর্ণমালাদের বেঁচে ওঠার আর্তনাদে
এদেশের আকাশে বাতাসে ভারি হতে
থাকলো রক্তের গন্ধ
অতঃপর একুশে ফেব্রুয়ারি
বাংলা আমাদের মুখের ভাষা হয়ে গেলো।
আজ সেই একুশে ফেব্রুয়ারি,
বাংলা বর্ণমালাদের স্বাধীনতা দিবস।
এখন মায়ের ঘুমপাড়ানি গল্পে গল্পে
মায়ের সিথানে নির্বিঘ্নে ঘুমাতে পারি।

লেখাঃ ২১শে ফেব্রুয়ারি,২০১৫ইং
1072 বার পড়া হয়েছে
শেয়ার করুন
দ্বীপ সরকার

দ্বীপ সরকার এর সর্বশেষ লেখা

10 মন্তব্য