এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 10 সেপ্টেম্বর 2016 22:46

কাল যেনো অকালেই না হারায় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                সময় আসে সময়ের গর্ভ থেকে খুঁড়ে খুঁড়ে
এক বাটি ইতিহাসের সওদা নিয়ে
কথা হয়, গল্প হয়,প্রেম হয়,প্রনয় হয়,
অতঃপর খোসা পড়ে রয়  শেষে। 
সময়গুলো বিলীন হতে থাকে জ্যামিতির কাছে ;
কারন জ্যামিতিও ইদানিং সময় চিনে
সরল রেখায় হাঁটে।

দিনকে দিন মুখস্থ্য করি ন্যানো সেকেন্ডের
গতিবিদ্যা,
কি যে স্টাইলে চলে সময় - চলতেই থাকে। 
সময় গলিয়ে ইতিহাস হয়,
ইতিহাস মানেই খাম ভর্তি হয়ে
ঘটনার সিথানে পড়ে থাকা। 
কিছু কথা,কিছু গল্পো বিনিময় হলে
দিনের চলে যাবার সময় আসে । 
এর ফাঁকে সময়ের হাত ধরে প্রেম শিখি,
গান ধরি হারিয়ে পথ খোঁজার।

ভোর এলে গিলে খাই গহীন রাতের জল
দিন এলে পাঠ করি রৌদ্রের সারাংশ, 
এভাবেই সময়ের তীর ক্রমশঃএগোতে থাকে।

সময় চলুক সময়ের ধ্যান চিরে-
দেখো, কাল যেনো অকালেই না হারায়।

লেখাঃ২৯/৬/১৬ইং            
            
986 বার পড়া হয়েছে
শেয়ার করুন
দ্বীপ সরকার

দ্বীপ সরকার এর সর্বশেষ লেখা

1 মন্তব্য