এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 24 ফেব্রুয়ারী 2015 11:13

চোরে চোরে মাসতুতো ভাই

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ফাজিলটাকে আমার কছে আন
মাজার উপর মারি একটা লাথি,
কানের দুল কাড়তে গিয়ে
ছিঁড়ল কেন লতি।
সেরা বলদ হাধারাম
করলি এ কোন ক্ষতি, 
আমার বউয়ের লতি নাই
পরবে কোথায় শুনি
পান্না হীরামতি।
এদিকে আয় হারামজাদা
ওঠ-বস কর কানটা তোর ধরি,
ওটা কি আর আমার বইয়ের
করলি যে তুই চুরি।
তুইও চোর আমিও চোর
চোরে চোরে মাসতুতো ভাই
গেলি কেমনে ভুলি,
চুরির দুল কেনরে তুই
নিয়েছিস হাতে তুলি।
পন করেছি আর করব না
বলছি কানটা ধরি,
চুররি জিনিস আর কোনোদিন
করব না আর চুরি।
787 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 24 ফেব্রুয়ারী 2015 19:59
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

4 মন্তব্য