এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 01 আগষ্ট 2017 22:17

আমি এক যাযাবর! নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                এই তোমরা জানো কি, আমি যে এক যাযাবর ভিক্ষুক?

প্রিয়ার কাছে চেয়েছিলেম এক মুঠো প্রেম, 
এক চিলতে আদর, একটু অনুরাগে ঐ হিম শীতল স্পর্শটা!
না মঞ্জুর হল না আমার নূন্যতম আর্তিটুকু!
ব্যাথার বারিধীবুকে পেলাম এক নীল বেদনার পরশ-
এখন আমি এক আত্মভোলা যাযাবর!

অন্ধকারে জোনাকিদের দেখে হিংসে হয় আমার!
আমার শিয়রে মঙ্গলদ্বীপ জ্বালানোর কেউ যে আর নেই!
নেই আলোকবর্তিকা হাতে অপেক্ষমাণ কেউ!
জানি, স্বান্তনার মশাল রূপেও কেউ কখনো আসবে না আর।



অন্তত ঢেউয়ের মাঝে ইচ্ছে করে সহসাই হারিয়ে যেতে !
কিংবা নিজেকে বিলিন করে দিই কোন কষ্টের তুষার পাহাড়ে !
আনমনা আমি হঠাৎ চমকে উঠি, কেউ এলো কি?
না কোথায় কেউ নেই,
নির্জন বেদনার তীরে আমি যে একা!
শুধুই একা!

স্বপ্ন-ভঙ্গের বেদনা বুকে নিয়ে আবার স্বপ্ন দেখি-
মুমূর্ষু পেন্সিলে আঁকি জীবনের নবীন রূপরেখা।
সনাতনী দৃষ্টির মাঝে খুজি এক ব্যতিক্রমী আমাকে-
তবুও পাই কালের কুটির দ্বারে সায়াহ্নের দীর্ঘ ছায়া!

খেলেছি এক বেদনার হোলি, নীল আবীর আজ আমার দগ্ধ অঙ্গে।
জমাট অভিশাপ গড়েছে সিন্ধু আমার প্রতি রন্ধ্রে রন্ধ্রে!
তবুও ল্যাম্পপোষ্টের বিবর্ণ আলোতেই খুঁজে যাই নতুন ভোর।
আমি কিছুতেই পারিনা বদলে যেতে, আমি যে এক যাযাবর।            
            
904 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নিউটন বাঙালী

নামঃ নিউটন। জন্মস্হানঃমেহেন্দীগঞ্জ উপজেলা, বরিশাল। পেশাঃ ছাত্র। অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। ফেসবুক আইডি লিংকঃ মুঠোফোনঃ +8801738017891

নিউটন বাঙালী এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

2 মন্তব্য