মঙ্গলবার, 28 এপ্রিল 2015 13:01

প্রেম ও মনুষ্যত্ব নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                গগনে উদীত রবি সুপ্ত শশধর,
মেঘমালা সবে সাজি যেন ফুলদল!
গর্জে বিজলী-বজ্র ক্রুদ্ধ ধেনু রবে,
সহসা ছুটিল ঝড় শুষ্ক মর্ত্য বুকে।
অদৃষ্ট-চিন্ত পথিক;ভীরু অন্তর-
বৃক্ষসম কম্পিছে সদা থরথর!
ভীত পথিক;খুজি ক্ষুদ্র আশ্রয়-
অলক্ষ্যে জঁপিয়া ইষ্ট-নাম,
প্রভুর তরে আরতি তাহার-
মোরে ভিক্ষা দাও হে প্রাণ!

আরতি তাহার হইলো মঞ্জুর
বটবৃক্ষের বরে!
পথ-কিনারে দাঁড়ায়ে বৃক্ষ
মানব সেবার তরে।
প্রেম-ভরি বৃক্ষ পথিকে
করিলো ছাউনি দান,
ঝঞ্ঝার সনে রণ সংগ্রামে,
পথিকে দানিল প্রাণ।
লভিয়া আশ্রয় পুলকিত হৃদে-
পথিক স্মরিল ঈশ্বরে,
প্রণাম রইলো তোমাতে প্রভু,
ভিক্ষে দিলে গো মোরে!

দেহে অবসাদ,হিম সমীরণে;
আঁখি মুদে নিদ্রা-মজি বটবৃক্ষ তলে।
টুটিলো তন্দ্রা তাঁহার ক্ষণকাল পরে-
উঠিল সূর্য্য কিরণ ঈশান-নৈঋত ভরে।
ঈষৎ হাসিল পথিক বঙ্কিম অধরে-
বাঁচিল প্রাণ! চলি ধীরপায়ে মম গৃহপানে!

সহসা চমকিলো পথিক দেখি বটবৃক্ষ-
ভাবিছে এ কোন বিটপি ফলিছে পথ-ধারে?
ফল নাহি তার,শোভা নাহি যার-
কি হেতু রাখিব তারে পথ কিনারে?
পদে পদে ইহা দেবে শুধু বাধা-
নির্দেশিবে ভূল পথ ক্লান্ত পথিকে।
কহিল মৃদু রবে-
বঙ্কিম পথখানা হইবে সরল-
এই বৃক্ষ সরাইয়া দিলে!

শানিত কুঠার হস্তে উদ্যত পথিক-
ছেদিবে বৃক্ষমূল!
ভূলি সদ্য অতীত সহসা-
জিংঘাসা পিয়াসে বদ্ধমূল!

সচকিত বৃক্ষ শুধালো পথিকে-
কে তুমি মম ছায়াতলে দাঁড়িয়ে?
ক্ষণকাল আগে প্রেম কৃপা ভরে-
দিলুম আশ্রয়;নিদ্রা সুখ তব তরে!
যাহার বরে তোর বাচিল প্রাণ-
কিভাবে বধিবে তার পরাণ?

দেব অভিশপ্ত বৃক্ষ আমি,
তোমাতে সঁপেছি কোমল প্রেম-
ত্যাগিয়া মম সর্বস্বত্ব।
বিষ্ণু বরে মানুষ তুমি!
সঁপিলে কঠোর কুঠার-
ইহাই কি তোমার মনুষ্যত্ব?            
            
1160 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 08 মে 2015 13:37
শেয়ার করুন
নিউটন বাঙালী

নামঃ নিউটন। জন্মস্হানঃমেহেন্দীগঞ্জ উপজেলা, বরিশাল। পেশাঃ ছাত্র। অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। ফেসবুক আইডি লিংকঃ মুঠোফোনঃ +8801738017891

6 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.