এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 04 অক্টোবর 2017 19:55

তোকে আজও খুঁজি

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                তোকে আজও খুঁজি
©............সহিদুল 

সাবরীনা,
কেমন আছিস তুই? 
অবশ্যই ভাল আছিস? 
সুখের বাসরে ভালই থাকার কথা, 
ভাল থাকবিই না বা কেন? 
তোর স্বপ্ন কুঠরি প্রিয়জনে ভরপুর,
তোকে ঘিরে আছে সুখের সাদা পায়রা,

তবু তোকে নিয়ে আমার চিন্তা,
তুই সুখে আছিস তো?
ক্ষণিকের জন্যও যদি শুনি তুই ভাল নেই,
আমি যে তা সইতে পারবোনা
সহার শক্তি যে বিধি আমাকে দেয়নি।
 
জানিস এই প্রবাসেও তোকে নিয়ে অনেক ভাবি, 
তোকে ভেবে ভেবেই ঘুম ভাংগে,
আর আমার আনাগোনাতে পাখিদের ঘুম ভাঙে।

পাখির কলরবে, ভ্রমরের গুঞ্জরনে আমি তোকে খুঁজি। 
জানালাতে তোর প্রতিচ্ছবি দেখার জন্য মেঠো পথ খুঁজি। 
গন্ধরাজের ঘ্রান নেওয়ার জন্য দক্ষিণের বাগান খুঁজি। 
তখনো দিবাকর চক্ষু মেলে নাই,
শহরের লালনীল বাতিগুলি খেলা করে।
শহুরে রাস্তায় যানবাহনগুলি শাঁ করে  চলে যায়।
গায়ে আচমকা বাতাসের ধাক্কা লাগে, 
বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠে।

সাবরীনা, 
তোর কি মনে আছে? 
কারণেঅকারণে পশ্চিমা ওই মেঠো পথ ধরে হাটতাম, 
আর তুই বাতায়ন খুলে চেয়ে দেখতি, আমি যেন বাতায়নে উকি দিয়ে চন্দ্রিমা দেখতাম,
না না চন্দ্রিমা নাহ, 
কারণ চন্দ্রিমার গায়েও কলংক আছে,
তোর তো কোন কলংক নেই,
তাইলে তোকে চন্দ্রিমা বললাম কেন?
না তা হতে পারে না,
আমার ভুল হয়েছে,
তুই চন্দ্রিমা না,
তুই চাঁদের চেয়েও সুন্দর। 

সাবরীনা,
তুইই তো বলেছিলি, 
"যদি আমি হারিয়ে যাই ভোরে উঠে শিশিরের উষ্ণতা নিস"
আর দক্ষিণা সমীরণের নীহারতা নিস,
প্রতিটা ভোরে শিশিরের মালা গেঁথে আমি যে ক্লান্ত হয়ে যাচ্ছি, 
তোর হারিয়ে যাওয়ার সময় বুঝি শেষ হবেনা?
শেষ হবেনা আমার অপেক্ষার প্রহর। 

সাবরীনা,
তুই জানিস? 
প্রতিটি পবাসীর যান্ত্রিক জীবনেও একটি নদী প্রবাহমান,
আর সেই প্রবাহিণীর অজানা স্রোতে হারিয়ে যাওয়া তোকে আজও খুঁজি। 

(নোট:-সাবরীনা একটি ছদ্ম নাম)            
            
757 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোহাম্মদ সহিদুল ইসলাম

মোহাম্মদ সহিদুল ইসলাম, পিতাঃ ডাঃ মোঃ সফি উদ্দিন, ১৯৭৭ সালের ১লা জানুয়ারী, আমার জন্ম-ঢাকা জেলার ধামরাই থানার বেলীশ্বর গ্রামে নানা আলী আজগর মুন্সির বাড়ীতে । পৈত্রিক নিবাস, ঢাকা জেলার ধামরাই থানার অর্জ্জুন-নালাই গ্রামে, কিন্তু বাবার চাকরী জনিত কারনে আমি ছোটবেলা থেকেই মানিকগঞ্জ জেলার, সাটুরিয়া থানার বরুন্ডী গ্রামে বড় হই। বর্তমানে এই গ্রামেই আমি স্থায়ী ভাবে বসবাস করছি। দুই ভাই এক বোনের মধ্যে আমি বাবা-মার প্রথম সন্তান। আমার লেখাপড়া শুরু হয় উমানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এবং এই বিদ্যালয় থেকে ৪র্থ শ্রেণী ও বরুন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করি, পরে কোলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক মঞ্জুরীকৃত ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশন (হাই স্কুল) হতে ১৯৯২ সালে সাফল্যের সহিত এস,এস,সি পরীক্ষা পাশ করি । সরকারী দেবেন্দ্র কলেজ হতে ১৯৯৪ সালে আই,কম, ১৯৯৬ সালে বি,কম এবং একই কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়_বাংলাদেশের অধীনে ১৯৯৮ সালে ব্যবস্থাপনা বিষয়ের উপর এম,কম সমাপ্ত করি। এম,কম শেষ পর্বের পরীক্ষা শেষ করার আগেই আমি ১৯৯৮ সালে একটি বেসরকারী প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে যোগদান করি এবং চাকুরীরত অবস্থায় এম,কম সমাপনী পর্ব সাফল্যের সাথে সমাপ্ত করি। ২০০৮ সাল পর্যন্ত আমি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কাজ করি।২০০৯ সাল হতে আগস্ট/২০১৪ সাল পর্যন্ত জুরং শিপইয়ার্ড_ সিঙ্গাপুরে কম্পিউটার অপারেটর হিসেবে এবং সেপ্টেম্বর/২০১৪ হতে অদ্যাবধি প্রজেক্ট সুপারভাইজার হিসেবে _ স্যাম্বক্রপ মেরিন_সিঙ্গাপুরে কাজ করছি। আমি ছোটবেলা থেকে লেখালেখি করি । মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের আবহমান বাংলা ম্যাগাজিনে প্রথম লেখা শুরু। আমি গল্প,কবিতা, প্রবন্ধ ( রাজনৈতিক এবং সমসাময়িক) এবং উপন্যাস লেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আধুনিক বা সাম্প্রতিক পটভূমিকা নিয়ে লেখাই হল আমার অভিগমন। মানুষের দুঃখ-দুর্দশা আমার মনকে সর্বাধিক ক্ষতবিক্ষত করে। আমার প্রথম প্রকাশিত বইয়ের নাম “আবীর”। যৌথভাবে আমার প্রকাশিত বই ১০০ কবির প্রেমের কবিতা ২য় এবং ৩য় খণ্ড । “চির সাথী শুচিতা”আমার একক ভাবে দ্বিতীয় কাব্যগ্রন্থ। আমি দেশ এবং বিদেশের বেশ কিছু অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় নিয়মিত গল্প, কবিতা এবং উপন্যাস লিখছি_ এর মধ্যে রয়েছে _ বাংলারকন্ঠ (সিঙ্গাপুর), দৈনিক সিলেটের আলাপ, আমাদের কিশোরগঞ্জ, বাংলারকন্ঠ(অস্টেলিয়া),সাভার নিউজ ২৪ ডট কম, সংবাদ ২৪ ডট নেট, প্রিয় ডট কম, রাঙ্গুনিয়া ২৪ ডট কম, এবি নিউজ২৪, বিবেকবার্তা ডট কম, বাংলা কবিতা ডট কম, বিডি নিউজ ২৪ ডট কম, গল্প কবিতা ডট কম ইত্যাদি। মোহাম্মদ সহিদুল ইসলাম sahidul_77@yahoo.com

মোহাম্মদ সহিদুল ইসলাম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা