এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 26 ফেব্রুয়ারী 2015 21:42

কুসংস্কারে

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                মধ্যরাতের নিস্তব্ধতা ভাঙে 
কুসংস্কারের কি এক
বেসুরো সুরের মূর্চনায়।
কোলাহলে মুখোরিত বাঁশঝাড়যেন
মনূষ্য কীটের পদচারণায়।
দা,কাচি হাতে কাটে বাঁশের কুনচি
ঠকাঠক শব্দে ভাঙে
মধ্যরাতের নিস্তব্ধ নিরবতা।
কুসংস্কারের পানি বয়
প্রতিটি কুনচির অাগায়
বিশ্বাসে ওরা খায়, কেউ রেখে দেয়।
বাঁশের পাতাগুলো খিলখিল করে হাসে
মধ্যরাতে জেগে ওঠা মানুষের মূর্খতায়।
বলাবলি করে এ পাতা ও পাতা
এরা নাকি বিংশ শতাব্দির মানুষ!
তবুও আমরা শুনিনা বধির
ব্যাতিব্যাস্ত কুসংস্কারে শুধাপানে,
মধ্যরাতটাও যেন হারালো
তার লালিত স্বকীয়তা
কুসংস্কারের সেই ফিসফাস গুঞ্জরনে।
660 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 26 ফেব্রুয়ারী 2015 21:56
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

3 মন্তব্য