এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 13 অক্টোবর 2017 21:58

ওগো শ্রাবণী

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ওগো শ্রাবণী,,,,
আমি সপ্ত পাহাড় বেয়ে, প্রবল ঝরণা থেকে,,
দু হাত ভরে পানি এনেছি,,
তোমার মুখটা আজ এতো শুকনা কেন বলতো!!!,,
তুমি কি লুকিয়ে কেঁদেছো!!!!
একটু তাকাও না, ও রুপালী চাঁদ, 
অলতো করে মুখটা ধুয়ে দিই।।

জানো অবনী,
সেদিনের সে বৃষ্টিতে ভেজা বিকাল,,
তোমার ভিজে যাওয়া,,
আমি হারিয়েছি আমার শত সুর,,,
আমার দুটি নয়ন আজ ছল ছল,,
তোমার হেটে চলার শব্দ,
আমি আজো কান পেতে শুনতে চাই।

অবনী,,,
তোমার কেশের খোপায় একটা গোলাপের কলি গুজে দিই!!!
আমি না,বহুদুর থেকে শত কষ্টে নিয়ে এসেছি এ ফুল।।।
কত বাতাস যে চেয়েছে,,,ফুলের কলি ঝরে দিতে,,
কত বৃষ্টি যে চেয়েছে,, কলিকে ছুঁয়ে দিতে,,
জনো অবনী,,আমি না,,,,তাও আগলে নিয়ে এসেছি,,,

বাতাস টানা আজ খুব দুষ্টু,,,
তবে তোমার চোখের কাছে দুলে যাওয়া,
একরাশ কেশ,,,
শতাব্দীকাল ধরে দাঁড়িয়ে থেকে দেখতে ইচ্ছে হচ্ছে।।
ওগো,,,প্রেয়সী,,,, তুমি বলো,,,,ভালবাসি,,
আমি আজীবন ফুলের ডালি নিয়ে,
তোমার দুয়ারে দাঁড়িয়ে রবো,,,
শুধু বলো না কো,,,, 
এ সন্ধ্যায় আমি অস্তমিত,, ডুবে যাব,ভুলে যেয়ো।।।            
            
662 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 13 অক্টোবর 2017 22:11
শেয়ার করুন
মোঃ রাসেল হাবীব

সাহিত্য আমাকে কাছে টানে।আমি আকৃষ্ট হই।আমি আমাকে বহু বার হারাতে চাই।আমি সাহিত্য ভোরের মিষ্টি রোদ্র হবো।

মোঃ রাসেল হাবীব এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা