এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 13 অক্টোবর 2017 22:24

চলো হারিয়ে যায়

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                সখি, চলো হারিয়ে যায় দূর দিগন্তে,
যেখানে পাহাড় জলধ ছুঁয়েছে,
যেখানে অঝরে বারিধারা নেমেছে।
চলো যায়, ভিজে যায়, শীতল করে এ প্রাণ,
সবুজের বুকে লুকিয়ে যায়,
হারিয়ে ফেলি,ভুলে সব ঠিকানা।
ফিরবোনা আর, এ কলোহল অরন্যে।

সখি চলো,নিস্তব্ধতা ভেঙে পাহাড়ের চূড়ায় উঠে,
চিংকার করে বলি,আমি এসেছি তোমাদের মাঝে।
চলো সখি,
শত জঞ্জাল ছেড়ে, সস্তির কিছু মুহুর্ত কাটিয়ে আসি,
নীরবে নিভৃতে, জমানো কষ্টের প্রতিটি শ্বাস,
উন্মুক্ত সবুজের আচ্ছাদনে মিলিয়ে দিই,
নতুন করে বাঁচতে শিখি,

চলো সখি,,একটা সন্ধ্যা,
নদীর জলে পা ভিজিয়ে কাটায়,
চলো সখি,অনেক দূরে, 
যেখানে সবুজের মেলা বসেছে,
ঝিঁঝিঁ পোকা গান বেঁধেছে,
কাকপুষ্ট মধুর স্বরে মাতাল প্রেমে পাগল করেছে,,
চলো না সখি,
মোরা সেখানেই হারিয়ে যায়!!!!            
            
807 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ রাসেল হাবীব

সাহিত্য আমাকে কাছে টানে।আমি আকৃষ্ট হই।আমি আমাকে বহু বার হারাতে চাই।আমি সাহিত্য ভোরের মিষ্টি রোদ্র হবো।

মোঃ রাসেল হাবীব এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

2 মন্তব্য