এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 13 অক্টোবর 2017 22:28

একদিন শ্রাবণের বিকালে

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ঝম ঝম বৃষ্টি নামছে চারিদিকে,
আমি অবুঝ, পূর্বের বেলকনীতে দাঁড়িয়ে,
গাছ পালা,লতা পাতায় বৃষ্টির ছুঁয়ে যাওয়া,
ভিজে যাওয়া দেখি।
আকাশের কোলে, ঘন কালো দুখের ছায়ায়,
সীমানা হারিয়েছে,
শত কষ্টের নিংড়ানো অশ্রুকণা,
আজ বৃষ্টি নামে ঝরেছে। 
শান্ত সজীব বনে অন্যের সুখে,
আজ কেঁদে ও হেসেছে।
আমি সন্যাসী, আজ ব্রত ভেঙে চোখটা বেঁধে, তোমায় ভেবেছি।
তোমার পায়ের নুপুরের ছন্দে আজ,
এ বাতাস মুখোরিত।
এ বৃষ্টি আজ ধন্য,তোমাকে ছুঁয়ে যাবে।
এই আধো সন্ধ্যা আজ জাগরিত
তোমার বাঁকা হাসি দেখবে বলে।
আমার অনুভূতি আজ,
তোমায় স্বচ্ছ রুপে দাড় করিয়েছে।
আমি এখনও দেখি,এখনো শুনি
লাজুক স্বরের প্রতিটি শব্দ,
তুমি আছো বলেই,
আজ হাজারো শব্দ জীবন ফিরে পেয়েছে।
তুমি যেমন ছিলে, এখনো তেমনি আছো,
তাই আর বলবো না
""বেলা, একটু তাকাও!!!!,
দূর থেকে দেখেই চলে যাব,
অশ্রু এলেও আমি আর কাঁদব না""            
            
639 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ রাসেল হাবীব

সাহিত্য আমাকে কাছে টানে।আমি আকৃষ্ট হই।আমি আমাকে বহু বার হারাতে চাই।আমি সাহিত্য ভোরের মিষ্টি রোদ্র হবো।

মোঃ রাসেল হাবীব এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

1 মন্তব্য