এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 13 অক্টোবর 2017 22:31

নীলাদ্রিমা

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                তোমার শুভ্র দুটি আঁখির অগচরে,
কি লুকিয়ে আছে বলতো!!!
আমার মনের আবেগী ভ্রূণ,
তোমার চাহনিতে আজ ভাবতে শুরু করেছে।
আজ গোঁধুলী যে আমার,,
ছন্নছাড়া হয়ে গেল।
নীলাদ্রিমা,
আমি, সন্ধ্যা দেখতে অপলকে তাকিয়ে থাকি,
কেন জানো!!!! 
সন্ধ্যা যে, তোমার বেদুষী কালো কেশের আবরণ।
আমি তাই একটি মূহুর্ত ও হারাতে চাই না।
আমি অতন্দ্রপ্রহরী হয়ে,
জেগে রবো প্রতিটিক্ষণ,
হিমেল হাওয়ায় দুলে যাওয়া,
তোমার কপাল স্পর্শী অপরুপ কেশ,
প্রতিটি দৃশ্যের সাক্ষী হবো।
নীলাদ্রিমা,,
আমি তোমার হাতটি ধরে,
নীল গিরি পাড়ি দেবো,
না হয়,
ভাসিয়ে ভেলা, 
মাঝ সাগরে বৌঠা ছুঁড়ে দেবো,
না হয়,
দুজনে মিলে, আকাশে ভেসে থাকা তারার মেলা,,
গুনতে গুনতে,,
সাগরের বুকেই ডুবে যাব।
হারিয়ে যাব নীলাদ্রিমা,
একসাথে,,,,,,,,,,,,,,,, একটা নীল সাগরে।            
            
754 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ রাসেল হাবীব

সাহিত্য আমাকে কাছে টানে।আমি আকৃষ্ট হই।আমি আমাকে বহু বার হারাতে চাই।আমি সাহিত্য ভোরের মিষ্টি রোদ্র হবো।

মোঃ রাসেল হাবীব এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

2 মন্তব্য