এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 21 আগষ্ট 2020 22:11

কাল নয় আজ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                দমের মেশিন বন্ধ হয়ে কখন যেন মরি,
দিবা নিশি তবু কেন টাকা টাকা করি।
কার জন্য কষ্ট করে করি  উপার্জন,
মরিলে খালি হাত ভাবে না তো মন।

ইচ্ছা করি না কভু নিতে আল্লাহর নাম,
অসৎ উপায়ে শুধু করি যে ইনকাম।
জীবনে কি আর হবে এত সব দিয়ে,
মরিলে কতটুকু সাথে যাবো নিয়ে। 

টাকা কড়ি ধন সম্পত্তি আর বড় বাড়ি,
মরণ আসিলে আমি যাবো সব ছাড়ি।
অসৎ উপায়ে আমি যা করিবো আয়,
অন্য সবে করবে ভোগ নিবো আমি দায়। 

হিসাব নিবেন আল্লাহ তিল তিল করে, 
কোথায় পালাবো আমি কোন পথ ধরে। 
রেখে যাওয়া ধন সম্পদ ভোগ করবে যারা,
শেষ বিচারে আসবে কি কোন কাজে তারা?

নিজের পাপের দায় নিজের মাথায় রবে,
আমার জমানো সম্পদ খাবে অন্য সবে।
ভালো কর্মে  ভালো ফল স্বর্গে হবে ঠাঁই, 
কু-কর্মে নরক বাস দুঃখের সীমা নাই।

বুঝতে চাই না আমি করি পাপ কাজ,
ভাল হই তওবা করি "কাল নয় আজ"।            
            
403 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ মশিয়ার রহমান (মশি)

১৬ জুলাই ১৯৬৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম সরকার রহিম উদ্দিন আহমেদ একজন প্রাইমারী স্কুল শিক্ষক ছিলেন এবং মাতা মিসেস মজিরন বেগম একজন গৃহিনী। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী দয়াময়ী একাডমী থেকে এস এস সি এবং নাগেশ্বরী মহাবিদ্যালয় থেকে এইস এস সি কৃতিত্বের সাথে পাশ করেন। ৩১ ডিসেম্বর ১৯৮৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। চাকুরীরত অবস্হায় তিনি ১৯৯১ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধীনে বিএ পাশ করেন। দীর্ঘ ৩২ বছর অতি নিষ্ঠা সততা এবং সুনামের সাথে চাকুরী সম্পন্ন করে ৩০ ডিসেম্বর ২০১৮ অবসর গ্রহণ করেন। ছোট বেলা থেকেই কবিতা এবং সাহিত্যের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল। অবসর গ্রহণের পর তিনি লেখা লেখির প্রতি আত্ন নিয়োগ করেন। তাঁর বেশ কিছু কবিতা পাঠক মহলে বেশ আলোরণ সৃষ্টি করেছে। তাঁর সুস্হ্য সুন্দর জীবন এবং সফলতা ও উন্নতি কামনা করছি।

মোঃ মশিয়ার রহমান (মশি) এর সর্বশেষ লেখা

3 মন্তব্য