এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 21 আগষ্ট 2020 22:22

মনের পশু নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                অবলা পশু কোরবানী করে কি আর হবে  ভাই,
যদি থাকে মন কোঠরে  মনের পশুর ঠাঁই। 
মনের পশু কোরবানী করো ঝেড়ে ফেলো মন কালিমা সব, 
কোরবানীটা কবুল হবে খুশি হবেন রব।

ফ্রিজ ভর্তি করে মাংশ কি আর হবে ভাই,
দমের মেশিন বন্ধ হলে দেখবে কিছুই নাই।
খালি হাতে যেতে হবে সকল কিছুই ছেড়ে,
যা করেছো রুজি রোজগার সবই নিবে কেড়ে।

যাবার বেলায় কানা ঘুষা করবে মানুষ জনে
ভাল কিংবা মন্দ ছিলে জাগবে সবার মনে।
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্ঠান সবার কাছেই বলি
মন্দ ছেড়ে ভাল পথে সবাই মোরা চলি।

এজগতে তোমার বলতে কোন কিছুই নাই
মনের পশুর কোরবানীটা করতে হবে তাই।
অন্তরে আজ মনের পশু কেন দিবো ঠাঁই
মনের পশুর কোরবানীটা সবার করা চাই।            
            
521 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ মশিয়ার রহমান (মশি)

১৬ জুলাই ১৯৬৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম সরকার রহিম উদ্দিন আহমেদ একজন প্রাইমারী স্কুল শিক্ষক ছিলেন এবং মাতা মিসেস মজিরন বেগম একজন গৃহিনী। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী দয়াময়ী একাডমী থেকে এস এস সি এবং নাগেশ্বরী মহাবিদ্যালয় থেকে এইস এস সি কৃতিত্বের সাথে পাশ করেন। ৩১ ডিসেম্বর ১৯৮৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। চাকুরীরত অবস্হায় তিনি ১৯৯১ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধীনে বিএ পাশ করেন। দীর্ঘ ৩২ বছর অতি নিষ্ঠা সততা এবং সুনামের সাথে চাকুরী সম্পন্ন করে ৩০ ডিসেম্বর ২০১৮ অবসর গ্রহণ করেন। ছোট বেলা থেকেই কবিতা এবং সাহিত্যের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল। অবসর গ্রহণের পর তিনি লেখা লেখির প্রতি আত্ন নিয়োগ করেন। তাঁর বেশ কিছু কবিতা পাঠক মহলে বেশ আলোরণ সৃষ্টি করেছে। তাঁর সুস্হ্য সুন্দর জীবন এবং সফলতা ও উন্নতি কামনা করছি।

মোঃ মশিয়ার রহমান (মশি) এর সর্বশেষ লেখা

5 মন্তব্য