এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 28 ফেব্রুয়ারী 2015 14:09

জীবন সঙ্গীত নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                হাজারো পতাকা নিশ্বাস ছোঁড়ে
     আকাশ কাঁপানো ঝড়।
নেকড়ে শৃগাল লেজ নাড়ে ভয়ে
     ত্রাসে কাঁপে থর থর।

যৌবন জ্বলে লেলিহান শিখা
     পোড়ায় সাজানো শাড়ী
সোনালী ধানে বারুদের ধোঁয়া
     ঘরে ঘরে মহামারি।

সবুজ তারার কৌশলী ফাঁদে
     শ্রমিকেরা চোখ নাড়ে
যন্ত্রদানব জমিনের দামে
     জীবনের সুখ কাড়ে।

প্রহর লুটেরা বুটের তটে
     মোহের ক্ষমতা তোড়ে
ফেরাউনী খেলা চালায় সুখে
     অলিক নিয়ম জোরে।

এসোগো সজনী রক্ত চরণে
     পেড়িয়ে জীবন নদী
তোমার ভেলায় স্বপ্ন ভাসুক
     এ জীবন নিরবধি।

ঐখানে দেখ কাঁটার গোলাপ
     মরুর সিথানে আশা
সুবাস-হৃদয়ে দুর্বার ঝড়
    জাগেরে প্রলয় ভাষা।

কাফনে কাফনে বাংলার চোখ
     পাথরের হাসি শোনে
সজনী, বিলাও স্বপ্নের সুখ
     পৃথিবীর কোনে কোনে।

#বরিশাল, ১৯৯০
869 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 07 ডিসেম্বর 2020 14:04
শেয়ার করুন
কে এম আলাউদ্দীন

কে এম আলাউদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার অম্বিকাপুর গ্রামে পহেলা মে ১৯৫৩ ইং সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল হামিদ মিয়া, মাতা মরহুমা রাবেয়া খাতুন। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি সকলের বড় । শৈশবকাল হইতেই তিনি লেখা প্রতি ঝোঁক ছিল। তিনি বরিশাল এপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হতে ডি.এইস.এম.এস. ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ৫০ সহস্রতমিক পদ্ধতিতে হোমিওপ্যাথি চিকিৎসা করে আসছেন। সদা হাস্যোজ্জল ব্যক্তি তিনি। আলোর মুখোমুখি নামে তার একটি কবিতার বই ১৯৮৫ সনে প্রকাশিত হয়েছিল। বর্তমানেও তিনি নিয়মিত ভাবে লিখে চলেছেন, সাহিত্যের একজন সেবক হিসেবে এখনও তিনি সক্রিয়। তিনি বর্তমানে ৭৭৫, সদর রোড, শাকুর ম্যানসন (ক্যাপ্টেন নজিব উদ্দিন ক্লিনিক সংলগ্ন) বরিশাল শহরে বসবাস করছেন।

কে এম আলাউদ্দীন এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

3 মন্তব্য