এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 28 ফেব্রুয়ারী 2015 17:48

এক স্বর্নালি বিকেল

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                
মনে ভুলিনি আজো
এক স্বর্নালি বিকেল-
যখন নরম তুল তুলে হাওয়ায় তোমার রেশমি চুল
আমার মুখে এসে পড়লো
লজ্জায় লাল হয়ে সনাতনি সূর্যটা
পানির নিচে ডুবে যাচ্ছিলো
খিল খিল করে হাসির ফাঁকে রসদ
ঝড়ছিলো জগতজুরে -জানতামনা।
সেই সূর্যপোড়া বিকেলে যখন বালি হাঁস
ঠোঁট লুকিয়ে স্নান করতে করতে
ধুয়ে নিচ্ছিলো নীলচে ডানা;
অন্যপাশে গোলাপের ছায়া
রোদ রোদ খেলছিলো ঘাসের ওপর।
তুমি আমি বালি হাঁস দেখতে দেখতে
কখন সাদা করে ফেলেছি মন্দিরা অন্তর -জানতাম না ;
রোদ ছায়ার অভিসার দেখতে দেখতে
ডুবে গিয়েছিলাম অভিমানের গোপন সড়কে কখন ;
স্বপ্নের নিচটায় একজোড়া মহুর্ত ছিলো একাকার;
ঘাটে সাজানো পাথর দেখতে দেখতে
নিজেরাই কখন পাথর হয়ে গেছি-জানতাম না। 
এটা জানা ছিলো যে একেকটা বিকেল যায়
অন্য একটা বিকেল আসবে বলে,
একেকটা খুনসুটি মরে যায়
আরেকটি খুনসুটির জন্ম হবার ছলে,
অথচ সেই চলে গেলো
এক স্বর্ণালি বিকেল
আর এলোনা পরিপাটি সবুজ বিছানায়
পরিচিত লেকে-
পরিচিত সেই দিঘীর ঘাটে।
৪/২/১৫ইং
1115 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 01 মার্চ 2015 18:48
শেয়ার করুন
দ্বীপ সরকার

দ্বীপ সরকার এর সর্বশেষ লেখা

6 মন্তব্য