এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 26 আগষ্ট 2020 11:46

বিব্রত নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ~~বিব্রত~~

অনাকাঙ্ক্ষিত কতকিছু ঘটে এবং ঘটে চলে...
মেনে নিতে হয় অনেক কিছু! 
কাজ, কর্ম এবং জীবনের মর্ম
অনেক কিছুরই নেয় পিছু...! 

আমি আপনি কে কখন মুখোমুখি হই, 
তা বলা মুশকিল... 
তাইতো গোছানো জিনিস হয় -এলোমেলো, 
সহজ জিনিসও হয় না হাসিল!
____[]___[]___[]___[]___[]___            
            
491 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 03 সেপ্টেম্বর 2020 16:39
শেয়ার করুন
জামাল বিন ইউনূস

জামাল বিন ইউনূস সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলার বৈদ্যধলডোব (বালুহাটা) গ্রামে ৭ ডিসেম্বর ১৯৮২ সনে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ইউনূস আলী, মাতা জামফুল বেগম। চার ভাই এক বোনের মধ্যে তিনি চতুর্থ। তিনি দাওরাতুল হাদিস (মাস্টার্স সমমান) ও আরবি সাহিত্যের উচ্চতর ক্লাস দাওরাতুল হক আদর্শ বহুমুখী মাদরাসা, শহরদিঘী, বগুড়া। লেখালেখির চর্চা ছাত্রজীবন থেকেই। প্রকাশিত গ্রন্থ (সম্মাদনা) ওলি হওয়ার পাথেয়। প্রকাশের পথে 'শান্তি দুঃখের শেষে ও মুক্তির সহজ উপায়'। সাবেক শিক্ষক আল-মাদরসাতুল ইসলামিয়া বাহরুল উলুম (সীমাবাড়ী), সীমাবাড়ী, শেরপুর, বগুড়া।

জামাল বিন ইউনূস এর সর্বশেষ লেখা

3 মন্তব্য