এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 26 আগষ্ট 2020 13:32

খেজুর গাছের রস নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(5 টি ভোট)
                ~~খেজুর গাছের রস~~

শীত সকালে খেজুর রসটা 
মজা ছিল ভারী,
ভাড়ে নিয়ে ঘুরত কত
রসে ভরা হাড়ি।

প্রতি গ্লাস পঁচিশ পয়সা 
আছে সবার জানা,
যে যত খেতে পারত 
কেউ করত না মানা।

গ্রাম গঞ্জে রাস্তার ধারে 
খেজুর গাছের সারি,
দুই চারটা দেখা যেত
প্রতি বাড়ি বাড়ি।

গাছ কাটত গেদু চাচা
বাঁধত গাছে হাড়ি,
চুরি করে রস খেয়েছি 
গাছের উপর চড়ি।

গুলতি মেরে হাড়ির তলা 
দিতাম ফুটো করে,
গেদু চাচার কাণ্ড দেখে
হাসতাম প্রাণটা ভরে।

চুরি করে রস খেয়েছি
দিয়েছি জলে ভরে,
নিজে সাধু সেজে দোষটা 
দিয়েছি অন্যের ঘারে।

ছোট্ট বেলার বাদরামিটা 
মনে পড়ে ভাই,
সবার যেন মনে পড়ে
একটু লিখলাম তাই।

স্মৃতিগুলো মনে আছে
খজুর গাছতো নাই,
শীত সকালে রসের হাড়ি
খুজেও পাই না তাই।

আবার যদি পেতাম ফিরে
আগের দিনের মত,
চুরি করে রস খেতাম না
কিনেই খেতাম শত।
===========            
            
1536 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 26 আগষ্ট 2020 16:25
শেয়ার করুন
মোঃ মশিয়ার রহমান (মশি)

১৬ জুলাই ১৯৬৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম সরকার রহিম উদ্দিন আহমেদ একজন প্রাইমারী স্কুল শিক্ষক ছিলেন এবং মাতা মিসেস মজিরন বেগম একজন গৃহিনী। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী দয়াময়ী একাডমী থেকে এস এস সি এবং নাগেশ্বরী মহাবিদ্যালয় থেকে এইস এস সি কৃতিত্বের সাথে পাশ করেন। ৩১ ডিসেম্বর ১৯৮৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। চাকুরীরত অবস্হায় তিনি ১৯৯১ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধীনে বিএ পাশ করেন। দীর্ঘ ৩২ বছর অতি নিষ্ঠা সততা এবং সুনামের সাথে চাকুরী সম্পন্ন করে ৩০ ডিসেম্বর ২০১৮ অবসর গ্রহণ করেন। ছোট বেলা থেকেই কবিতা এবং সাহিত্যের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল। অবসর গ্রহণের পর তিনি লেখা লেখির প্রতি আত্ন নিয়োগ করেন। তাঁর বেশ কিছু কবিতা পাঠক মহলে বেশ আলোরণ সৃষ্টি করেছে। তাঁর সুস্হ্য সুন্দর জীবন এবং সফলতা ও উন্নতি কামনা করছি।

মোঃ মশিয়ার রহমান (মশি) এর সর্বশেষ লেখা

5 মন্তব্য