এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 27 আগষ্ট 2020 08:56

বানের পরে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                বানের পানি কমি যায়া 
জাগিয়া উঠিল ভূই,
টাকা পৈসা হাতত নাই 
কি যে করং মুই।

বানের পানি সইগে খায়া
করিয়া গেইছে ধুইয়া,
খালি পেটত শান্তি না পাং
খায়া আলোয়া গুইয়া।

ছাওয়া গুলার ধইরছে অসুখ
ছাইরবারে না চায়,
তিনদিন ধরি জরত পড়ি
কাতারায় ছাওয়ার মায়।

ছোট ছাওয়াটার কিযে হইছে
পেটটা টুম টুমা,
বেলা ডোবার সাথে বাহে
ঘরত দেই ধুমা।

মশাগুলার যন্তনাতে 
ঘুমে না ধরে,
বড় ছাওয়াটার ডায়রিয়া ভাই
এই বাঁচে এই মরে।

ঘরত খাবার যেইকনা আছিল
বানত খাইলং বসি,
কাইও হামাক দেখে না বাহে
বানত সৈগে গেইছে ভাসি।

হাল কৃষি আর করমো কিদি
টাকা পৈসাও নাই,
হামারগুলার খবর নিবে
আছে কোনবা ভাই।

ছাওয়ায় পোয়ায় পাঁচ জন মানুষ
কি দিয়া কি করি,
এক সার আটার রুটি নিয়াও
টানা টানিত পরি।

মাথাটা মোর আউলিয়া গেইল
বানের পানি যায়া,
কি দিয়া যে আবাদ করমো
বাঁচমো কি যে খায়া।            
            
473 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ মশিয়ার রহমান (মশি)

১৬ জুলাই ১৯৬৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম সরকার রহিম উদ্দিন আহমেদ একজন প্রাইমারী স্কুল শিক্ষক ছিলেন এবং মাতা মিসেস মজিরন বেগম একজন গৃহিনী। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী দয়াময়ী একাডমী থেকে এস এস সি এবং নাগেশ্বরী মহাবিদ্যালয় থেকে এইস এস সি কৃতিত্বের সাথে পাশ করেন। ৩১ ডিসেম্বর ১৯৮৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। চাকুরীরত অবস্হায় তিনি ১৯৯১ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধীনে বিএ পাশ করেন। দীর্ঘ ৩২ বছর অতি নিষ্ঠা সততা এবং সুনামের সাথে চাকুরী সম্পন্ন করে ৩০ ডিসেম্বর ২০১৮ অবসর গ্রহণ করেন। ছোট বেলা থেকেই কবিতা এবং সাহিত্যের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল। অবসর গ্রহণের পর তিনি লেখা লেখির প্রতি আত্ন নিয়োগ করেন। তাঁর বেশ কিছু কবিতা পাঠক মহলে বেশ আলোরণ সৃষ্টি করেছে। তাঁর সুস্হ্য সুন্দর জীবন এবং সফলতা ও উন্নতি কামনা করছি।

মোঃ মশিয়ার রহমান (মশি) এর সর্বশেষ লেখা

4 মন্তব্য