এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 28 আগষ্ট 2020 20:19

জীবন নদী নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                ~~জীবন নদী~~

জীবনটাতো নদীর মত 
বইছে ধীরে ধীরে,
কোন একদিন হারিয়ে যাবে 
আসবে নাতো ফিরে।

নদী এপার ভাঙে ওপার গড়ে 
ফেলায় বালুর চর,
সেই চরে আজ ঘর বানিয়ে 
বাঁধে সুখের ঘর।

জীবনটাতো নদীর মত 
কত কিছুই ঘটে,
থমকে গিয়ে আবার দাঁড়ায় 
বাঁচার ফন্দি আঁটে।

চলার পথে জীবনটাতে
বিপদ আসে শত,
ক্ষতিই শুধু হয় না মোদের 
শিক্ষাও দেয় কত।  

বর্ষাকালে নদীর জীবন 
যৌবনে ওঠে ভরে,
বসত ভিটা ভাঙ্গা গড়ায় 
মত্ত হয়ে পরে।

কারো ভাঙে জমি জমা  
কারো ভাঙে বাড়ি,
কারো ভাঙে নতুন পিরীত 
গাছ গাছালির সারি।

পলি দিয়ে ভরিয়ে তোলে 
নদীর অপর পাড়,
এই নিয়মে চলছে নদী 
এটাই স্বভাব তার।

কৈশোর পেরিয়ে জীবন 
যৌবন ফিরে আসে,
চলে কেমন উড়ন-চণ্ডী  
সুখের হাওয়ায় ভাসে।

যৌবনের তাড়নায় কেউ বা 
হয় যে ছন্নছাড়া,
ভালো কিছু করে কেউ বা 
যৌবনেরই দ্বারা।

আঁধার আলো, ভাল মন্দ 
পরস্পর ভাই ভাই,
জীবন নদী দু'টোর মাঝেই
সুখ দুখের ঠাঁই।
___[]___[]___[]___            
            
467 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 02 সেপ্টেম্বর 2020 11:53
শেয়ার করুন
মোঃ মশিয়ার রহমান (মশি)

১৬ জুলাই ১৯৬৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম সরকার রহিম উদ্দিন আহমেদ একজন প্রাইমারী স্কুল শিক্ষক ছিলেন এবং মাতা মিসেস মজিরন বেগম একজন গৃহিনী। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী দয়াময়ী একাডমী থেকে এস এস সি এবং নাগেশ্বরী মহাবিদ্যালয় থেকে এইস এস সি কৃতিত্বের সাথে পাশ করেন। ৩১ ডিসেম্বর ১৯৮৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। চাকুরীরত অবস্হায় তিনি ১৯৯১ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধীনে বিএ পাশ করেন। দীর্ঘ ৩২ বছর অতি নিষ্ঠা সততা এবং সুনামের সাথে চাকুরী সম্পন্ন করে ৩০ ডিসেম্বর ২০১৮ অবসর গ্রহণ করেন। ছোট বেলা থেকেই কবিতা এবং সাহিত্যের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল। অবসর গ্রহণের পর তিনি লেখা লেখির প্রতি আত্ন নিয়োগ করেন। তাঁর বেশ কিছু কবিতা পাঠক মহলে বেশ আলোরণ সৃষ্টি করেছে। তাঁর সুস্হ্য সুন্দর জীবন এবং সফলতা ও উন্নতি কামনা করছি।

মোঃ মশিয়ার রহমান (মশি) এর সর্বশেষ লেখা

1 মন্তব্য