এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 04 মার্চ 2015 09:18

কাব্য-কথা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                সমকালীন হাওয়ায় নড়ে পুতুল নাচের কায়া
যা আছে তাই লুটে পুটে দেমাগ-খেলায় দোলে;
হল্লা করে জ্বালায় কেবল রঙ্গের-আলোক শিখা,
রং ফ্যাশনের চমক-ঢমক থাকে ক্ষণিক বেলা।

সমকালের শব্দ বর্ণ পথের নেশায় হাঁটে
কি যেন তার ভেতর থেকে পালিয়ে বেড়ায় দূরে
পায়না খুঁজে, উদাস মনে ভাবে সারাবেলা
নিয়ম-সময়, শিল্প-শৈলী ঐতো তারে ডাকে।

সমকালের তাল-তরঙ্গে মুক্ত পাগল মনে
সুখ ও দুখের সাগর জলের সকল বাঁধা শেষে
উত্তরণের তীরে তীরে নতুন আলোর মেলায়
পায় যে খুঁজে কবির চোখ, আধুনিকের ভাষা।

আধুনিকের সবুজ মাঠে জটিল নামের খেলা,
কল্প-ঘরের হাট-বাজারে কেবল গোলক ধাঁধাঁ
ক্ষেত খামারের চটুল চপল মিথ্যা ফসল আশা---
ভবিষৎ-ই বলবে যে তা মরিচিকা মায়া।

#বরিশাল, ১৮/০২/১৫
প্রকাশিত #banglasp.com
640 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 07 ডিসেম্বর 2020 14:04
শেয়ার করুন
কে এম আলাউদ্দীন

কে এম আলাউদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার অম্বিকাপুর গ্রামে পহেলা মে ১৯৫৩ ইং সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল হামিদ মিয়া, মাতা মরহুমা রাবেয়া খাতুন। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি সকলের বড় । শৈশবকাল হইতেই তিনি লেখা প্রতি ঝোঁক ছিল। তিনি বরিশাল এপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হতে ডি.এইস.এম.এস. ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ৫০ সহস্রতমিক পদ্ধতিতে হোমিওপ্যাথি চিকিৎসা করে আসছেন। সদা হাস্যোজ্জল ব্যক্তি তিনি। আলোর মুখোমুখি নামে তার একটি কবিতার বই ১৯৮৫ সনে প্রকাশিত হয়েছিল। বর্তমানেও তিনি নিয়মিত ভাবে লিখে চলেছেন, সাহিত্যের একজন সেবক হিসেবে এখনও তিনি সক্রিয়। তিনি বর্তমানে ৭৭৫, সদর রোড, শাকুর ম্যানসন (ক্যাপ্টেন নজিব উদ্দিন ক্লিনিক সংলগ্ন) বরিশাল শহরে বসবাস করছেন।

কে এম আলাউদ্দীন এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

3 মন্তব্য