এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 30 আগষ্ট 2020 14:31

ছোট বেলার খেলা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ~~ছোট বেলার খেলা~~

মনে পড়ে যায় ছোট বেলায় খেলিয়াছি কত খেলা, 
মজা করিয়া ফিরিয়াছি ঘরে ডুবিয়া গেলে বেলা।

বিকাল হইলে বন্ধুরা আসিয়া ডাকিতো ওরে চল,
খেলিয়াছি মোরা জামবুরা খোসায় বানানো ফুটবল।

হাডুডু, লুকোচুরি, ডাংগুলি, দাড়িয়াবান্ধা, গোল্লাছুট, ওপেনটি বাইস্কোপ  আরো কত কি,
সবচেয়ে ভাল লাগিয়াছিল চোখ বেঁধে খলিতে কাঁনামাছি।

পুকুর পাড়ে খেলিয়াছি কত ছেলছেলি খেলা,
ছেলছেলি দিতে ছিড়িয়াছি কত নতুন প্যান্টের তলা।

পুকুর জলে সাঁতার কাটা ডুবা-ডুবি খেলা,
ডুবিতে ভাসিতে সময় গড়াইয়া পার করিয়াছি বেলা।

মোটর সাইকেল দেখিলে দৌঁড়াইতাম পিছে পিছে,
হাফাইয়া গিয়া থামিয়া পড়িতাম ভাবিতাম দৌঁড়ানোটাই মিছে।

ধুলা বালি দিয়া গা সাদা করিয়া ফিরিয়া আসিতাম বাড়ি,
রাগ করে মা দাড়াইয়া থাকিত হাতে নিয়া শুকনা খড়ি।

ঐ সবদিন কত যে মধুর কত যে ছিল ভালো,
দুখের মাঝেও খুঁজিয়া পাইতাম মিষ্টি সুখের আলো ।
___[]___[]___[]___[]___            
            
396 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 02 সেপ্টেম্বর 2020 11:33
শেয়ার করুন
মোঃ মশিয়ার রহমান (মশি)

১৬ জুলাই ১৯৬৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম সরকার রহিম উদ্দিন আহমেদ একজন প্রাইমারী স্কুল শিক্ষক ছিলেন এবং মাতা মিসেস মজিরন বেগম একজন গৃহিনী। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী দয়াময়ী একাডমী থেকে এস এস সি এবং নাগেশ্বরী মহাবিদ্যালয় থেকে এইস এস সি কৃতিত্বের সাথে পাশ করেন। ৩১ ডিসেম্বর ১৯৮৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। চাকুরীরত অবস্হায় তিনি ১৯৯১ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধীনে বিএ পাশ করেন। দীর্ঘ ৩২ বছর অতি নিষ্ঠা সততা এবং সুনামের সাথে চাকুরী সম্পন্ন করে ৩০ ডিসেম্বর ২০১৮ অবসর গ্রহণ করেন। ছোট বেলা থেকেই কবিতা এবং সাহিত্যের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল। অবসর গ্রহণের পর তিনি লেখা লেখির প্রতি আত্ন নিয়োগ করেন। তাঁর বেশ কিছু কবিতা পাঠক মহলে বেশ আলোরণ সৃষ্টি করেছে। তাঁর সুস্হ্য সুন্দর জীবন এবং সফলতা ও উন্নতি কামনা করছি।

মোঃ মশিয়ার রহমান (মশি) এর সর্বশেষ লেখা

3 মন্তব্য