এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 30 আগষ্ট 2020 21:16

যদি কখনও নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                যদি কখনও
_____________________
যদি মনটা কাঁদে
চলে এসো এ হৃদয়ের
এই আঙ্গিনায়…
যদি কখনও একটু
পাও তুমি কষ্ট
আমি ভালবাসবো তোমায়।
যদি একা ভাবো আবার
ফিরে এসো তুমি
মরুময় এই জীবন মাঝে…
যদি বুঝতে পার ভুল
চলে এসো খুঁজে
অশ্রুসিক্ত নয়নের ভাঁজে।
যদি স্বপ্ন ভঙ্গ হও
আবার চলে আসিও তুমি
বুনে দিব রঙ্গিন স্বপন…
যদি কখনো পর হও
চলে এসো তুমি
আমি করে নিব আপন।
যদি কখনও নির্ঘুম হও
চলে আসিও তুমি
শুনাব ঘুম পারানীর গান…
আসবে সুখের ঘুম
আবার সযতনে তোমার
ভরাবো এই পড়াণ।
________________________
[তাুরিখঃ ০৯/০৯/২০১৭ ইং]
কানিহারী, ত্রিশাল ময়মনসিংহ।            
            
609 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 31 আগষ্ট 2020 07:34
শেয়ার করুন
শেখ মুহাম্মদ সোহেল রানা

শেখ মুহাম্মদ সোহেল রানা, ১৯৯৮ সালের ১৫ই জুন বৃহত্তর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী গ্রামেতে জন্মগ্রহন করেন। পিতার নাম মোঃ সাইদুর রহমান ও মাতার নাম মোছাঃ জহুরা খাতুন। তিনি প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন আহাম্মদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারপর ২০১৫ সালে আহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল পাশ করেন, ২০১৭ সালে এইচ,এস,সি পাশ করেন ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ থেকে। বর্তমানে সে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য চর্চা করে থাকেন। তাহার লিখা কবিতাগুলো বাংলা সাহিত্যে বেশ প্রশংসিত হয়। সময়ের কলম, কবিতা গল্প ডট কম, বাংলা ভোর টুয়েন্টি ফোর ডট কম, মাসিক নবরঙ ও আর্ন্তজাতিক স্বাধীন বাংলা ম্যাগাজিনসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিক ও মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে তার লিখা কবিতা প্রকাশিত হয়েছে। তার প্রকাশ হওয়া যৌথ কাব্যগ্রন্থ সমুহঃ “হৃদয় বীণার সুর”, “প্রেম কাব্যালয়”, “কাব্যফুল”, “দীপ জ্বেলে যাই”, “ছায়াতরু”, “আলোকিত প্রভাত”, “১০১ কবির কবিতা” ইত্যাদি বেশ উল্লেখযৌগ্য।

শেখ মুহাম্মদ সোহেল রানা এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

6 মন্তব্য