এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 09 ফেব্রুয়ারী 2015 12:30

সত্য মানবের ভুষণ

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                

সত্য লেখিতে চলে না যার কলম,
মানব নয় সে.
দানবের চেয়েও অধম।

জাগো হে জাগ্রত বীর,
স্বৈরচার মুক্ত কর.
বাংলার বীর।

রাজ্যের দোষ কৃতিকর,
মুক্ত কর.
রাজাকার মুক্ত কর.
হে বাংলার বীর।

ওহে নও জোয়ান,
হে যোবক.
অবাক করা,
তোমার ঐ সেই ডাক।
বাঁজিয়ে দাও,
বুঝিয়ে দাও.
ধ্বংস কর,
তুমি তাদের.
যারা তোমায় মারে তীর।

স্বাধীন করা রাজ্য তোমার।
রাজা রাণী,
সকল মানি.
নত নাহি করব মোরা,
মোদেরই শির।

এবারই বজ্র কন্ঠে_
বলিয়ে দাও,
আমার দেশ,
বাংলাদেশ.
রাজনীতিতে হবে না শেষ।
জ্বালাও পুড়াও বন্দ কর,
বন্দ তালা মুক্ত কর.
প্রতি হিংসা বন্দ কর।
বাঁচার মত বাঁচতে হলে,
পূরণ কর.
যত কথা আছে_মোদের আর্জির।

অনুরোধ:-
[প্রবাস করি,
জীবনের হাল ধরি।
রাজনীতি করি না,করব না।
রাজনীতির ধারে কাছে মন্তব্য করে,আমায় নিওনা।]

জামশেদ(বদরী)
ওমান থেকে

846 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 06 এপ্রিল 2015 14:43
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

3 মন্তব্য