এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 01 সেপ্টেম্বর 2020 06:27

মৃত্যু নামের যম নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ♦মৃত্যু নামের জম♦

ভাইরাস করোনায় বিশ্ব আতংকে
মৃত্যুর যে হাহাকার,
প্রভুর দুয়ারে ভিক্ষা মাগো
ক্ষমা চাও বার বার।

কত দাপট দেখাও তুমি
পা পড়ে না মাটিতে,
করোনা আঘাত হেনেছে
তোমার অহংকার ঘাটিতে।

সত্য পথে চলো সদা
ঈমান করো খাঁটি,
সাধের জীবন অবহেলায়
হয় না যেন  মাটি।

আল্লাহকে ভূলে চলো তুমি
নিজের মত করে,
ভাইরাস আল্লাহর সতর্ক বার্তা
চলো তাঁর পথ ধরে।

অট্টালিকায় শুয়েও কেন
ঘুম আসে না চোখে,
শিক্ষা মোরা নিতে পারি না
প্রভুর ইশারা দেখে।

অহংকারী পা দু'টো আজ
বন্দি অট্টালিকায়,
বাহাদুরি খতম হয়েছে
খেয়েছে মরীচিকায়।

মৃত্যু সবার হবে একদিন
কেউ রবে না বাদ,
যত বড় হই না কেন
নিবে মৃত্যুর স্বাদ।

একটু পরেই মৃত্যু হবে
ভাবো দিলে মনে,
শেষ বিচারে কি নিয়েছ
খোদার দরশনে।

কত বড় শক্তি তোমার
কত শ্বাসের দম,
ঘারের উপর বসে সদা
ঐ মৃত্যু নামের জম।
___[]___[]___[]___            
            
459 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 02 সেপ্টেম্বর 2020 11:18
শেয়ার করুন
মোঃ মশিয়ার রহমান (মশি)

১৬ জুলাই ১৯৬৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম সরকার রহিম উদ্দিন আহমেদ একজন প্রাইমারী স্কুল শিক্ষক ছিলেন এবং মাতা মিসেস মজিরন বেগম একজন গৃহিনী। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী দয়াময়ী একাডমী থেকে এস এস সি এবং নাগেশ্বরী মহাবিদ্যালয় থেকে এইস এস সি কৃতিত্বের সাথে পাশ করেন। ৩১ ডিসেম্বর ১৯৮৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। চাকুরীরত অবস্হায় তিনি ১৯৯১ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধীনে বিএ পাশ করেন। দীর্ঘ ৩২ বছর অতি নিষ্ঠা সততা এবং সুনামের সাথে চাকুরী সম্পন্ন করে ৩০ ডিসেম্বর ২০১৮ অবসর গ্রহণ করেন। ছোট বেলা থেকেই কবিতা এবং সাহিত্যের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল। অবসর গ্রহণের পর তিনি লেখা লেখির প্রতি আত্ন নিয়োগ করেন। তাঁর বেশ কিছু কবিতা পাঠক মহলে বেশ আলোরণ সৃষ্টি করেছে। তাঁর সুস্হ্য সুন্দর জীবন এবং সফলতা ও উন্নতি কামনা করছি।

মোঃ মশিয়ার রহমান (মশি) এর সর্বশেষ লেখা

4 মন্তব্য