এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 03 সেপ্টেম্বর 2020 00:02

শ্রদ্ধাঞ্জলি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                ~শ্রদ্ধাঞ্জলি~
যে মালা পারিনি তোমায় নিজ হাতে পড়িয়ে দিতে
অনন্ত আশার  সে মালা  আজি তোমার  চরণেতে
     পড়িয়ে দিলাম
      শ্রাবণ কোণে
      শব্দ বুনে,
             একলা বসে
             আপন ধ্যানে 
             কল্প বনে।
ভাসিয়ে দিলাম সখের তরী জোড়াসাঁকো ঠাকুর বাড়ি
সকল আশার বিলাপ জুড়ে বাধাবিঘ্ন ছেদন করি
      তোমার সীমায়
      তেষ্টার ব্যাথা
       কাব্য কথা,
            তরীর ক্রোড়ে
            ভাঁটিগাঙে
             ব্যাকুলতা।
দেখতে এলাম সোনার তরী, কত মায়া ভাসছে হেথা
বিবিধ মেদিনী উতালা করে, বিশ্ব দ্বারে ছুঁইছে ব্যথা 
      তোমার ভাষণ 
       অমর হয়ে
       যাচ্ছে বয়ে,
             অকুল পথে
             দৃষ্টিহীনে
             আলো দিয়ে-
বইছে ধরায়, বিরাম হীনায় সূর্য মেলা আলোক বাণী
হাজার বছর অনন্তকাল ভূমি বৃক্ষে তোমার ধ্বনি।
      উড়ছে সকল
       দিন রজনী
       সপ্ত সুরে
              হরেক স্বাদে
              বহু রঙে
              বিশ্ব জুড়ে। 
রবির নয়নে রবির যোগ,  তপ্ত নহে শীতল স্নেহে
ছড়িয়ে দিয়েছো তোমার আলো স্বার্থহীন ভুবন গাহে
     অবতার তুমি
     দেবেশ কায়া 
     শুদ্ধি দ্বার
            কীর্তন গুরু
            তীর্থ দূত
             অবতার-
রুপের আকৃতি প্রভুর দানে ভৃত্য মুক্তি সাধন সন্ধে
আলোকবর্তিকা  কলম রন্দ্রে নিয়ে এলে অমিয় গন্ধে
      উজাড়ে দিয়েছ
       সমূল সুধা
       নাহি জুদা, 
             রেখেছ কিছু    
             গুপ্ত ঘরে
             আত্ন ক্ষুধা -
মেটাতে আবার গোপন করে,  নমোনমো ও হে ঠাকুর
তোমার দানের অপার ভীতে, এই ভৃত্য সুপ্ত অঙ্কুর
     পড়াতে এসেছে
     তোমা চরণে 
     অঞ্জলি সম
           ঐ শ্রী চরণে
           এসো কবি
            প্রিয়তম। 
____[]____[]____[]___
১৭-৭-২০১৫            
            
481 বার পড়া হয়েছে
শেয়ার করুন
এস. আই. জীবন

এস. আই. জীবন, পিতা মোঃ মোশারফ হাওলাদার, গর্ভধারিণী মোসাম্মাৎ মজিরন বেগম। বরিশালের কীর্তনখোলার শাখা নদী বাইলাখালীর তীরবর্তী চরকরঞ্জী গ্রামে অতি সাধারণ এক পরিবারে ১৯৮৭ সালে নভেম্বর মাসের দুই তারিখে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই কবির লেখালেখি শুরু, লিখেছেন ছোট গল্প, কবিতা ও উপন্যাস। কবি এস. আই. জীবন একাধারে কবি ও উপন্যাসিক। কবি হিসেবে সাহিত্যে তার পরিচিতি থাকলেও কবির প্রথম পথচলা শুরু হয় উপন্যাসের মধ্য দিয়ে। তার বয়েস যখন ষোল, তখনই প্রকাশিত হয় তার লেখা প্রথম উপন্যাস " ভালোবাসা শুধুই ভুল" ২০০৩ সালে, এর পর তার লেখা আরো কিহছু বই প্রকাশ হয়। তার মাঝে বিশেষ উল্লেখযোগ্য "পথচলা পথের সন্ধানে" "হৃদয়ের রক্তক্ষরণ (উপন্যাস)" চন্দ্রপরী(উপন্যাস) " উড়নচণ্ডী স্বপ্নগুলো" "কাজলা দিদি" (উপন্যাস) বর্তমানে তিনি প্রবাসী। মালয়েশিয়ায় কর্মরত আছেন। কীর্তনখোলা কাব্যগন্থে ছন্দের বিভিন্ন আঙ্গিকের কবিতা স্থান পেয়েছে, ছন্দ প্রিয় পাঠক মহলসহ দেশ ও সমাজের উপকারে আসবে তার এই কাব্যগ্রন্থ আমাদের একান্ত বিশ্বাস। আলোর পথে (উপন্যাস) প্রকাশের অপেক্ষায়। কবি ও উপন্যাসিক এস. আই. জীবনের সার্বিক সাফল্য কামনা করি।

এস. আই. জীবন এর সর্বশেষ লেখা

4 মন্তব্য