এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 03 সেপ্টেম্বর 2020 00:03

সেবক নামে জোঁক নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ~সেবক নামে জোঁক~

জনগণের সেবক ওরা, কথায় কথায় বলে
সেবাই নাকি ধর্ম ওদের, লোভ লালসা ভুলে।
জনগণের বন্ধু ওরা, শত্রু কেনো হবে?
বড় বাবুর কড়া ভাষণ, শুনলো যেদিন সবে।
জনগণের আশার আলো, এই বুঝি হায় তবে
সৎ এর উপর মহান তিনি, পোশাকটা ধবধবে।
বাইরে থেকে সেবার বুলি, ভিতরে  খাই খাই
শহর বুকে মোড়ে মোড়ে, ভিক্ষা দেখতে পাই।
সেবার নামে চাঁদাবাজি, সেবক দলেই করে
চলছে সেবার অসুর দলন, সেবা দাফন ঘরে।
থানা এখন ধর্ষণখানা, হতাশ ভুক্তভোগী
সেবক মসাই আস্ত কসাই, ধর্ষক রোগে রোগী। 
জনগণের আস্থা খেয়ে, বস্তা ভরা সারা
কার চেয়ে কে বেশী কামায়, এই নিয়ে যে তাড়া।
সেবা ভুলে করছে শোষণ, দূষণ পরিবেশ
সেবক সেজে খেয়ে ফেলছে, আস্ত বাংলাদেশ।
____[]____[]____[]___            
            
555 বার পড়া হয়েছে
শেয়ার করুন
এস. আই. জীবন

এস. আই. জীবন, পিতা মোঃ মোশারফ হাওলাদার, গর্ভধারিণী মোসাম্মাৎ মজিরন বেগম। বরিশালের কীর্তনখোলার শাখা নদী বাইলাখালীর তীরবর্তী চরকরঞ্জী গ্রামে অতি সাধারণ এক পরিবারে ১৯৮৭ সালে নভেম্বর মাসের দুই তারিখে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই কবির লেখালেখি শুরু, লিখেছেন ছোট গল্প, কবিতা ও উপন্যাস। কবি এস. আই. জীবন একাধারে কবি ও উপন্যাসিক। কবি হিসেবে সাহিত্যে তার পরিচিতি থাকলেও কবির প্রথম পথচলা শুরু হয় উপন্যাসের মধ্য দিয়ে। তার বয়েস যখন ষোল, তখনই প্রকাশিত হয় তার লেখা প্রথম উপন্যাস " ভালোবাসা শুধুই ভুল" ২০০৩ সালে, এর পর তার লেখা আরো কিহছু বই প্রকাশ হয়। তার মাঝে বিশেষ উল্লেখযোগ্য "পথচলা পথের সন্ধানে" "হৃদয়ের রক্তক্ষরণ (উপন্যাস)" চন্দ্রপরী(উপন্যাস) " উড়নচণ্ডী স্বপ্নগুলো" "কাজলা দিদি" (উপন্যাস) বর্তমানে তিনি প্রবাসী। মালয়েশিয়ায় কর্মরত আছেন। কীর্তনখোলা কাব্যগন্থে ছন্দের বিভিন্ন আঙ্গিকের কবিতা স্থান পেয়েছে, ছন্দ প্রিয় পাঠক মহলসহ দেশ ও সমাজের উপকারে আসবে তার এই কাব্যগ্রন্থ আমাদের একান্ত বিশ্বাস। আলোর পথে (উপন্যাস) প্রকাশের অপেক্ষায়। কবি ও উপন্যাসিক এস. আই. জীবনের সার্বিক সাফল্য কামনা করি।

এস. আই. জীবন এর সর্বশেষ লেখা

4 মন্তব্য