এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 03 সেপ্টেম্বর 2020 07:51

তেলের তেলেসমাতি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                তেলের তেলেসমাতি 
এস. আই. জীবন 
----------
তেলের যুগে আমরা সবাই, তেলেই চলছে গাড়ী
তেল মাখিয়ে কেউ বা করে, দালান কোঠা বাড়ী।
তেলের জলেই পড়ছে ধ্বসে, উঁচু উঁচু ভবন,
তেল মাখিয়ে অনেকে হয়, ফকির থেকে রাবণ।

তেল মেখে পা'য় রাস্তা গড়ায়, বাঁশের ব্যাবহারে
গরম তেলে পকেট খোঁজে, হাসি তেলের ভারে।
নেতার পা টা চকচকে বেশ, মাখছে সবাই তেল
আমজনতার মাথায় ফাটে, মূল্যবৃদ্ধির বেল।

তেল মাজাতেই গদি ভরা, মোরগ মুরগী খাটাশ
আতেল হলেই ফুটবে গুলি, তোমার মাথা পটাস।
ছাগল দিয়ে চষে জমি, গরু গোয়ালঘরে,
গাধা দিয়ে ঘোড়ার দৌড় হয়, হাতি পিঠে চরে।

আমজনতা তেল মেখে কয়, ঘোড়া কোথায় বলো
তারা বলে দেখতে হলে, জাদুঘরে চলো।
এ তো দেখছি আজব দেশ এক, ঘোড়ার পিঠে গাধা
সওয়ারীটা পাশেই আছে, হাত পা তাহার বাঁধা।

তেল ঘষাতেই হচ্ছে দখল, দেশের বড় চেয়ার 
বিবেক বোধ বিলুপ্ত  আজ, ধ্বংস সত্য খেয়ার।
তেলের ঠেলায় পাচ্ছে কেহ, বড় বড় পদক
সন্ত্রাসীরাও পাচ্ছে নোবেল, তারাও তেলের খাদক।

তাদের পায়ে তেল মাখিলে, ফিরতে পারে কপাল
মিলতে পারে পি এস ডি টা, মেধাটা হোক বেহাল।
তেলে পাবে নমিনেশন, আমজনতা মশা
ছোট থেকে বড় চেয়ার, সবই তেলে ঘষা।            
            
664 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 03 সেপ্টেম্বর 2020 07:53
শেয়ার করুন
এস. আই. জীবন

এস. আই. জীবন, পিতা মোঃ মোশারফ হাওলাদার, গর্ভধারিণী মোসাম্মাৎ মজিরন বেগম। বরিশালের কীর্তনখোলার শাখা নদী বাইলাখালীর তীরবর্তী চরকরঞ্জী গ্রামে অতি সাধারণ এক পরিবারে ১৯৮৭ সালে নভেম্বর মাসের দুই তারিখে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই কবির লেখালেখি শুরু, লিখেছেন ছোট গল্প, কবিতা ও উপন্যাস। কবি এস. আই. জীবন একাধারে কবি ও উপন্যাসিক। কবি হিসেবে সাহিত্যে তার পরিচিতি থাকলেও কবির প্রথম পথচলা শুরু হয় উপন্যাসের মধ্য দিয়ে। তার বয়েস যখন ষোল, তখনই প্রকাশিত হয় তার লেখা প্রথম উপন্যাস " ভালোবাসা শুধুই ভুল" ২০০৩ সালে, এর পর তার লেখা আরো কিহছু বই প্রকাশ হয়। তার মাঝে বিশেষ উল্লেখযোগ্য "পথচলা পথের সন্ধানে" "হৃদয়ের রক্তক্ষরণ (উপন্যাস)" চন্দ্রপরী(উপন্যাস) " উড়নচণ্ডী স্বপ্নগুলো" "কাজলা দিদি" (উপন্যাস) বর্তমানে তিনি প্রবাসী। মালয়েশিয়ায় কর্মরত আছেন। কীর্তনখোলা কাব্যগন্থে ছন্দের বিভিন্ন আঙ্গিকের কবিতা স্থান পেয়েছে, ছন্দ প্রিয় পাঠক মহলসহ দেশ ও সমাজের উপকারে আসবে তার এই কাব্যগ্রন্থ আমাদের একান্ত বিশ্বাস। আলোর পথে (উপন্যাস) প্রকাশের অপেক্ষায়। কবি ও উপন্যাসিক এস. আই. জীবনের সার্বিক সাফল্য কামনা করি।

এস. আই. জীবন এর সর্বশেষ লেখা

9 মন্তব্য