এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 03 সেপ্টেম্বর 2020 08:07

নেতা আমার মস্ত চতুর নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(5 টি ভোট)
                নেতা আমার মস্ত চতুর
--------------------
নেতা আমার মস্ত চতুর- হাত বুলিয়ে মাথায়
প্রতিশ্রুতির ধান বুনেছে, খই ফুটাবে কথায়।
নির্বাচনটা সামনে এলে, পালটে কথার ধরণ
জনগণের দুর্ভোগে হয়, নেতার রক্তক্ষরণ।

মনভুলানো ফন্দি আটে, মাথায় কতো ব্রেন
কালো পিচের রাস্তা দেবে, ঘরে ঘরে কারেন।
বিদ্যালয়টা করবে পাকা, দোতালাটাও হবে
তিনতলাটাও হয়ে যাবে, চেয়ার পেলে তবে।

শ্রেণী কক্ষে এসি দেবে, নতুন চেয়ার টেবিল
নির্বাচনে জিতে গেলেই, পাস করাবে বিল।
বিনিময়ে তুলছে নেতা, একটা ভোটের দাবী
চালাক নেতার মাথায় টুপি, গায় সাদা পাঞ্জাবি। 

ভাঙা সেতুর হেতু হবে,  সুখে পার এ নদী
উন্নয়নের আনবে জোয়ার, নেতায় পেলে গদী।
প্রতিশ্রুতি করবে পুরন, নেতায় সভায় বলে
ভোট দিবেন নেতার মার্কায়, সবাই দলে দলে।

ঘন ঘন আসছে নেতায়, ঘুরছে অঝোর পাড়া
জনগণের জন্যে যেনো,  নেতার সকল তাড়া।
আমজনতার দুঃখ দেখে, নেতার চোখে পানি
চামচায় দিছে টিস্যু পেপার, একটু পর পর আনি।

ঘরে ঘরে চাকুরী দেবে, ফিরবে ভাগ্যের চাকা
জনগণে ভালোই বুঝে, আওয়াজ শুধুই ফাঁকা।
ভোট শেষে নেতা হারায়, যায়না ধরাছোঁয়া
প্রতিশ্রুতি জলে ভাসে, ভাষণ যে তা ভুয়া।

সবই বুঝে আমজনতা,  মুখ খুলেনা তবু
নেতার হাতে পিস্তল আছে, ভয়ে সবাই কাবু।
মুখ ফুটিলে ফুটবে গুলি,  ঝাঁজরা হবে মাথা
বোবা থাকে আমজনতা, ফুটেনা তাই কথা।

৩০-১১-২০১৭            
            
601 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 03 সেপ্টেম্বর 2020 08:08
শেয়ার করুন
এস. আই. জীবন

এস. আই. জীবন, পিতা মোঃ মোশারফ হাওলাদার, গর্ভধারিণী মোসাম্মাৎ মজিরন বেগম। বরিশালের কীর্তনখোলার শাখা নদী বাইলাখালীর তীরবর্তী চরকরঞ্জী গ্রামে অতি সাধারণ এক পরিবারে ১৯৮৭ সালে নভেম্বর মাসের দুই তারিখে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই কবির লেখালেখি শুরু, লিখেছেন ছোট গল্প, কবিতা ও উপন্যাস। কবি এস. আই. জীবন একাধারে কবি ও উপন্যাসিক। কবি হিসেবে সাহিত্যে তার পরিচিতি থাকলেও কবির প্রথম পথচলা শুরু হয় উপন্যাসের মধ্য দিয়ে। তার বয়েস যখন ষোল, তখনই প্রকাশিত হয় তার লেখা প্রথম উপন্যাস " ভালোবাসা শুধুই ভুল" ২০০৩ সালে, এর পর তার লেখা আরো কিহছু বই প্রকাশ হয়। তার মাঝে বিশেষ উল্লেখযোগ্য "পথচলা পথের সন্ধানে" "হৃদয়ের রক্তক্ষরণ (উপন্যাস)" চন্দ্রপরী(উপন্যাস) " উড়নচণ্ডী স্বপ্নগুলো" "কাজলা দিদি" (উপন্যাস) বর্তমানে তিনি প্রবাসী। মালয়েশিয়ায় কর্মরত আছেন। কীর্তনখোলা কাব্যগন্থে ছন্দের বিভিন্ন আঙ্গিকের কবিতা স্থান পেয়েছে, ছন্দ প্রিয় পাঠক মহলসহ দেশ ও সমাজের উপকারে আসবে তার এই কাব্যগ্রন্থ আমাদের একান্ত বিশ্বাস। আলোর পথে (উপন্যাস) প্রকাশের অপেক্ষায়। কবি ও উপন্যাসিক এস. আই. জীবনের সার্বিক সাফল্য কামনা করি।

এস. আই. জীবন এর সর্বশেষ লেখা

4 মন্তব্য