এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 13 সেপ্টেম্বর 2020 22:25

এলো এক বিষন্ন ঈদ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                এলো এক বিষন্ন ঈদ

কর্কট সময়ের হাত ধরে 
এলো আজ ঘরে ঘরে 
এ কেমন ঈদ!
বড় বেশি জড়সড়, গুটিশুটি 
লাজুক-বিধিবদ্ধ পরিপাটি 
এ যেনো একান্ত আপনার 
শুধুই ব্যক্তিগত
নহে সবার-
এলো আজ এলো ঈদ 
এলো এক অন্য রকম ঈদ! 

দূর থেকে পরিজন পরিতাপে 
বিমর্ষ কাতর 
আদরে আদরে হয়নি মাখা 
সুগন্ধি আতর!
উদাস প্রান্তর, খোলামাঠ, ঈদগাহ সব 
বিরস বদনে করে খা খা!! 

ঐ দূর আকাশে 
বাঁকা চাঁদ দ্যাখো হাসে 
তবুও এসেছে ঈদ-
বিধ্বস্ত পৃথিবীর জমিন জুড়ে 
এ এক উদ্ভট শীর্ণ শরীরে! 

চাই না দেখতে আর এই ঈদ
এই ভাঙ্গা সকাল, বিকলাঙ্গ দুপুর 
খুঁড়িয়ে চলা ক্লান্ত বিকেল-
জন্মান্ধ বুঁজে থাকা অপেক্ষার রাত! 

চাই চিরচেনা আমার সেই সব ঈদ 
হল্লায় জেগে থাকা সেই সব রাত 
রাতের মৌতাত-
চাই মেহেদী মোচ্ছব 
আলিঙ্গনের অবাধ মোলাকাত!!
[]____π[]π____π[]π____[] 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°            
            
432 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 14 সেপ্টেম্বর 2020 10:15
শেয়ার করুন
হাসান সেলিম

হাসান সেলিম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ সালে ১ জুলাই জন্ম গ্রহন করেন। পিতা মরহুম বাবর আলী মোল্লা, মাতা মরহুমা আনোয়ারা বেগম।চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি সকলের বড়। শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা, শ্রীপুর হাইস্কুল থেকে ১৯৭৯ সনে এস.এস.সি. পাস এবং ১৯৮১সনে শ্রীপুর কলেজ হতে এইচ.এস.সি. পাশ করেন। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৫ সালে ইতিহাস বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রী লাভ করেন।অতপর ১৯৮৬ সালে একই বিশ্ববিদ্যালয় হতে এম এ ডিগ্রী লাভ করেন। তিনি বর্তমানে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে ইতিহাস বিষয়ে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। প্রকাশিত কাব্যগ্রন্হ "জেগে থাকে নীল পাথর"।এছাড়াও "শ্রীপুরের ইতিহাস ও কৃষ্টি "গ্রন্হটি যৌথ ভাবে রচনা করেন।

হাসান সেলিম এর সর্বশেষ লেখা

3 মন্তব্য