শনিবার, 07 নভেম্বর 2020 00:27

জীবনের কড়চা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                জীবনের কড়চা

জীবন ছুটে চলে 
জীবনের টানে 
জীবনকে তুচ্ছ করে 
কখনো সখনো 
জীবনকে বিসর্জন দিয়ে 
এই জীবনেরই অমৃত 
আপন করে আনে। 

জীবনের তাগিদে হামেশাই 
থেমে যায় জীবনের রথ 
তবুও জীবনের উপ্ত বীজ 
খুঁজে নেয় রহস্যে ঘেরা 
মায়াময় জীবনের পথ। 

জীবন শুধু জীবনের জন্যেই
পরাভব মেনে মৃত্যুকে 
করে আলিঙ্গন। 
অনন্ত জীবনের আশায় 
অমৃত জ্ঞানে শুষে নেয় 
পেয়ালার শেষ হেমলক, 
তবুও থামেনা জীবন 
অন্তহীন ছুটাছুটি 
এ পথ ও পথ।            
            
462 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 14 নভেম্বর 2020 22:30
শেয়ার করুন
হাসান সেলিম

হাসান সেলিম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ সালে ১ জুলাই জন্ম গ্রহন করেন। পিতা মরহুম বাবর আলী মোল্লা, মাতা মরহুমা আনোয়ারা বেগম।চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি সকলের বড়। শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা, শ্রীপুর হাইস্কুল থেকে ১৯৭৯ সনে এস.এস.সি. পাস এবং ১৯৮১সনে শ্রীপুর কলেজ হতে এইচ.এস.সি. পাশ করেন। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৫ সালে ইতিহাস বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রী লাভ করেন।অতপর ১৯৮৬ সালে একই বিশ্ববিদ্যালয় হতে এম এ ডিগ্রী লাভ করেন। তিনি বর্তমানে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে ইতিহাস বিষয়ে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। প্রকাশিত কাব্যগ্রন্হ "জেগে থাকে নীল পাথর"।এছাড়াও "শ্রীপুরের ইতিহাস ও কৃষ্টি "গ্রন্হটি যৌথ ভাবে রচনা করেন।

3 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক expalay শনিবার, 14 অক্টোবর 2023 06:17 লিখেছেন expalay

    This can cause lethargy and other symptoms viagra priligy In guinea pigs that are infected with Chlamydophila caviae, chronic inflammation and fibrosis in the fallopian tubes is observed in the middle of the menstrual cycle but not at the beginning or the end 137

  • মন্তব্যের লিঙ্ক ইদি আমিন মঙ্গলবার, 10 নভেম্বর 2020 03:45 লিখেছেন ইদি আমিন

    অপূর্ব,,,, অনন্য প্রকাশ কবি প্রিয়,,,, চমৎকার লিখেছেন

  • মন্তব্যের লিঙ্ক ইদি আমিন মঙ্গলবার, 10 নভেম্বর 2020 03:45 লিখেছেন ইদি আমিন

    অপূর্ব,,,, অনন্য প্রকাশ কবি প্রিয়,,,, চমৎকার লিখেছেন

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.