এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 14 সেপ্টেম্বর 2020 18:03

ফেসবুকে কি? নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ফেসবুকে কি!
জামাল বিন ইউনূস 


অনেক লোকে প্রশ্ন করে
ফেসবুকে কি করি?
আপনজনের টানে আমি 
মোবাইলে ফোন ধরি।

কাজের ফাঁকে মাঝে মাঝে 
সবার খোঁজ রাখি,
কে কোথায় কেমন আছেন 
তাঁদেের ছবি আঁকি।

দূরের কাছের আপন থেকে 
একজন গেছেন চলে,
ফেসবুক ছাড়া কেউতো আমায়
দিলো না আজ বলে!

ভালো মন্দ সবই আছে 
ফেসবুকের ভিতরে, 
যে যেমন চায় সে তেমন পায়
বুঝাই কেমন করে?            
            
601 বার পড়া হয়েছে
শেয়ার করুন
জামাল বিন ইউনূস

জামাল বিন ইউনূস সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলার বৈদ্যধলডোব (বালুহাটা) গ্রামে ৭ ডিসেম্বর ১৯৮২ সনে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ইউনূস আলী, মাতা জামফুল বেগম। চার ভাই এক বোনের মধ্যে তিনি চতুর্থ। তিনি দাওরাতুল হাদিস (মাস্টার্স সমমান) ও আরবি সাহিত্যের উচ্চতর ক্লাস দাওরাতুল হক আদর্শ বহুমুখী মাদরাসা, শহরদিঘী, বগুড়া। লেখালেখির চর্চা ছাত্রজীবন থেকেই। প্রকাশিত গ্রন্থ (সম্মাদনা) ওলি হওয়ার পাথেয়। প্রকাশের পথে 'শান্তি দুঃখের শেষে ও মুক্তির সহজ উপায়'। সাবেক শিক্ষক আল-মাদরসাতুল ইসলামিয়া বাহরুল উলুম (সীমাবাড়ী), সীমাবাড়ী, শেরপুর, বগুড়া।

জামাল বিন ইউনূস এর সর্বশেষ লেখা

6 মন্তব্য